ঢাকা (সকাল ৯:৫০) রবিবার, ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শিরোনাম
Meghna News লোহাগড়ায় ন্যাশনালিষ্ট ব্লাড ব্যাংকের পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান Meghna News ট্রমালিংক ১০ বছর পূর্তিতে মতিন সৈকত এআইপিকে সন্মাননা Meghna News সরাসরি রাষ্ট্রপতি নির্বাচনসহ একগুচ্ছ সুপারিশ সংস্কার কমিশনের Meghna News গণহত্যায় অভিযুক্ত আ.লীগের কেউ নির্বাচনে প্রার্থী হতে পারবে না Meghna News বিএনপি যতই চাপ দিক, সংস্কারের ওপর ভিত্তি করেই নির্বাচন Meghna News সুন্দর ব্যবহার ও আচরণের বিনিময়ে জান্নাত! Meghna News আল্লাহর পথে আহ্বানকারীর জন্য রয়েছে বিশেষ পুরস্কার Meghna News ভঙ্গুর শিক্ষা ব্যবস্থা দ্রুত সংস্কার করবো: ভিসি আমানুল্লাহ Meghna News গৌরীপুরে উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসারের বর্ণিল বিদায় সংবর্ধনা Meghna News স্বামীর মধুময় স্মৃতি রোমন্থনে দিন কাটছে স্ত্রী মারজিনার

উলিপুরে পুলিশের লাঠিচার্জে মুক্তিযোদ্ধাসহ আহত ৩

সাজাদুল ইসলাম,কুড়িগ্রাম সাজাদুল ইসলাম,কুড়িগ্রাম Clock বুধবার রাত ১১:২৭, ৯ জুন, ২০২১

কুড়িগ্রামের উলিপুরে সড়ক দুর্ঘটনাকে কেন্দ্র করে পুলিশের লাঠিচার্জে রফিকুল ইসলাম হবি (৬৮) নামে এক মুক্তিযোদ্ধাসহ বেশ কয়েকজন গুরত্বর  আহত হয়েছেন। বুধবার দুপুর আড়াইটার দিকে উলিপুর-রাজারহাট সড়কের তেজার মোড় গাজীর দরগাহ্ এলাকায় এ ঘটনাটি ঘটেছে।

ভুক্তভোগি ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার (৮ জুন) সকাল সাড়ে ১০ টার দিকে হানিফ পরিবহনের ঢাকাগামী একটি ডে-কোর্স ঢাকা( মেট্রো-ব  ১৪-৮৭৫৩) উপজেলার দলদলিয়া ইউনিয়নের আব্দুল হাদি পঞ্চায়েত পাড়ার বাসিন্দা মঞ্জু আলম (৪০) ও তার পুত্র রুহান (৭)কে ধাক্কা দিয়ে গুরুত্বর আহত করে।

পরে বিক্ষুব্ধ জনতা বাসটিকে ধাওয়া দিয়ে আটকে রাখে এবং আহত পিতা-পুত্রকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। ঘটনার পরের দিন বুধবার দুপুর আড়াইটার দিকে উলিপুর থানার একদল পুলিশ বাসটিকে উদ্ধার করতে (তেজার মোড়) এলাকায় হাজির হন।

এদিকে আগে থেকেই ওই এলাকায় ২০-২৫ জন স্থানীয় জনতা উপস্থিত ছিলেন। পরে লোকজন কিছু বুঝে উঠার আগেই পুলিশ সদস্যরা এলোপাতারি লাঠিচার্জ শুরু করে। এসময় আহত মঞ্জু আলমের ফুফা বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম ঘটনাস্থলে দাঁড়িয়ে থাকায় মারধরের শিকার হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। এ ঘটনায় স্থানীয় আজাহার আলী (৬০) ও জাহিদ বাবু (১৭) সহ বেশ কয়েকজন মারধরের শিকার হন। পরে উপস্থিত লোকজন আহত মুক্তিযোদ্ধাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা করান। মুক্তিযোদ্ধাকে মারপিটের খবর ছড়িয়ে পড়লে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

আহত বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম হবি বলেন, ঘটনাস্থলে আমি দাঁড়িয়ে ছিলাম। এসময় পুলিশ এসে বাঁশিতে ফুঁ দিয়ে আমাকে এলোপাতারি মারধর শুরু করলে জ্ঞান হারিয়ে ফেলি। এরপর আর কিছু বলতে পারি না।

এ বিষয়ে উলিপুর থানার অফিসার ইনচার্জ ইমতিয়াজ কবিরের সাথে কথা হলে তিনি বলেন, হানিফ পরিবহনের লোকজনের উপর স্থানীয় জনতা যখন চড়াও হয়, তাদেরকে সামলাতে গিয়ে একজন মুক্তিযোদ্ধা না কি পড়ে গিয়েছিল রাস্তায়। পরে আমরা জানতে পারছি।

উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার নূর-এ- জান্নাত রুমি বলেন, শুনেছি জনরোষ থামাতে গিয়ে তিনি আঘাত পেয়েছেন। বিষয়টি অনাকাঙিক্ষত।




শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT