ঢাকা (সকাল ৯:১৫) বুধবার, ৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

উলিপুরে নতুন বই পেল ১ লাখ ৪০ হাজার ৮৯০ জন শিক্ষার্থী

বিনামূল্যে শিক্ষার্থীদের বই বিতরণ করছেন এমপি
বিনামূল্যে শিক্ষার্থীদের বই বিতরণ করছেন এমপি

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock বুধবার রাত ০৮:৫৯, ১ জানুয়ারী, ২০২০

সাজাদুল ইসলাম, কুড়িগ্রাম প্রতি‌নি‌ধি:  কুড়িগ্রামের উলিপুরে বই উৎসব পালিত হয়েছে। উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের ১ লাখ ৪০ হাজার ৮৯০জন ছাত্র-ছাত্রির হাতে সরকারী বিনামূল্যের নতুন বই তুলে দেওয়া হয়েছে। বুধবার সকালে উলিপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে বই বিতরণের উদ্বোধন করেন, ২৭ কুড়িগ্রাম ৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক এম এ মতিন এমপি। উপজেলা প্রশাসনের আয়োজনে বই বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু, উপজেলা নির্বাহী অফিসার  আব্দুল কাদের, উপজেলা শিক্ষা অফিসার মোজাম্মেল হক শাহ্। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উলিপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ জাহান আলী, উলিপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক জাহাঙ্গীর আলম সরদারসহ শিক্ষক ও অভিভাবকবৃন্দ।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, উপজেলার ২৬৯টি সরকারী, ১টি শিশু কল্যান, ৩৩টি কিন্ডার গার্টেন ও ৪টি এনজিও পরিচালিত প্রাথমিক বিদ্যালয়ের ৭৭ হাজার ৭শত ৫০ জন শিক্ষার্থীর হাতে ২ লাখ ৯৮ হাজার ৬১ কপি বই তুলে দেয়া হয়। অপরদিকে, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, উপজেলার ৬৫টি মাধ্যমিক বিদ্যালয়, ৫৬টি দাখিল মাদরাসা, ১০০টি এবতেদায়ী মাদরাসা, ও ৮টি ভোকেশনাল বিদ্যালয়ের ৬৩ হাজার ১শত ৪০ জন শিক্ষার্থীর হাতে ৭ লাখ ৭৬ হাজার ৯ শত নতুন বই তুলে দেওয়া হয়।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT