উলিপুরে গাঁজাসহ আটক ১, ভ্রাম্যমাণ আদালতে কারাদন্ড
সাজাদুল ইসলাম,কুড়িগ্রাম বুধবার বিকেল ০৪:৫৪, ২৩ জুন, ২০২১
কুড়িগ্রামের উলিপুরে গাঁজাসহ আমিনুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড এবং নগদ ৫’শ টাকা অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। উপজেলা নির্বাহী অফিসার নূর-এ-জান্নাত রুমি এ দন্ডাদেশ দেন।
ঘটনাটি ঘটেছে, বুধবার (২৩ জুন) সকাল সাড়ে ১১ টায় উলিপুর পৌরসভা কার্যালয়ের সামনে মধ্য বাজার এলাকায়। আটককৃত আসামী উলিপুর সরদার পাড়া এলাকার মৃত বেলাল হোসেনের পুত্র।
জানা গেছে, বুধবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শন তরুণ কুমার রায়ের নেতৃত্বে কুড়িগ্রাম পুলিশ লাইন্সের চারজন পুলিশ এ অভিযান চালান। এসময় আমিনুল ইসলামকে তার চায়ের দোকান থেকে ৮০ গ্রাম গাঁজা ও গাঁজা সেবনের কলকিসহ আটক করে।
উপজেলা নির্বাহী অফিসার নূর-এ-জান্নাত রুমি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃত ব্যক্তিকে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬/১ সারণীর ২ এর ১ ধারায় ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড এবং নগদ ৫’শ টাকা অর্থদন্ড করে জেল-হাজতে পাঠানো হয়েছে।