উলিপুরে কোভিড-১৯ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত
সাজাদুল ইসলাম,কুড়িগ্রাম রবিবার সন্ধ্যা ০৬:৪৬, ২৯ মে, ২০২২
কুড়িগ্রামের উলিপুরে কোভিড-১৯ প্রতিরোধ প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৯ মে) সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে ইউনিসেফের অর্থায়নে, দি হাঙার প্রজেক্টের বাস্তবায়নে এই সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুভাষ চন্দ্র সরকারেরর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক এম এ মতিন।
প্রকল্পের স্বেচ্ছাসেবক মাসুম করিমের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আবু সাঈদ সরকার, উলিপুর মহারাণী স্বর্ণময়ী স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাহাঙ্গীর আলম সরদার, এডভোকেট মুজিবুর রহমান, জ্যৈষ্ঠ প্রভাষক আবু হেনা মোস্তফা, উলিপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দা উম্মে হাবিবা পলি, নারী সংগঠনের নির্বাহী পরিচালক ফরিদা ইয়াসমীন, এসএমসিআইএফ’র সম্প্রসারণ কর্মকর্তা সুদীপ্ত দেব, প্রকল্পের জেলা কো-অর্ডিনেটর খন্দকার রাশিদুল আনম, সমাজসেবক স্বপন সরকার ভকত, সাংবাদিক সাজাদুল ইসলাম সাজু, রেল-নৌ যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণকমিটি সভাপতি আপন আলমগীর, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রাকিবুল ইসলাম রুবেল, পল্লী চিকিৎসক নাজমুল হুদা প্রমূখ।
এছাড়াও আলোচনা সভায় বিভিন্ন শ্রেণিপেশার মানুষজন উপস্থিত ছিলেন।