ঢাকা (রাত ১:২৮) বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

ইন্টারভিউ দিতে আর যাওয়া হলো না জুয়েল রানার

ডেক্স রিপোর্ট ডেক্স রিপোর্ট Clock শুক্রবার রাত ০৩:০০, ২৪ সেপ্টেম্বর, ২০২১

একটি চাকরি বড় দরকার, তাই সার্টিফিকেটের ফাইল হাতে ইন্টারভিউ দিতে ছুটছিলেন মো. জুয়েল রানা (২৮)। কিন্তু নিয়তির নির্মম পরিহাস, বাসের চাপায় পথেই প্রাণ হারিয়েছেন তিনি।

“ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন”

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে কেরানীগঞ্জে উপজেলার চুনকুটিয়া চৌরাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জুয়েল শুভাঢ্যা উত্তর পাড়ার মো. বাবুল মিয়ার ছেলে। তিনি বাড়ি থেকে চাকরির ইন্টারভিউ দিতে বের হয়েছিলেন বলে জানান তার শিক্ষক মো. সোহেল।

প্রত্যক্ষদর্শীরা জানান, জুয়েল সকালে দ্রুত রাস্তা পার হওয়ার সময় হোঁচট খেয়ে পড়ে যান। এ অবস্থায় মাওয়া থেকে গুলিস্তানগামী স্বাধীন পরিবহনের একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন।

খবর পেয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতাল মর্গে পাঠায়। বাসটি পুলিশের হেফাজতে রয়েছে।

বাদ এশা;নামাজের পর তার জানাযার নামাজ অনুষ্টিত হয়েছে। পরিবারের পক্ষ হতে তার জন্য মহান আল্লাহ তায়ালার কাছে দোয়া প্রার্থনার অনুরোধ করা হয়েছে। আল্লাহ তায়ালা যেনো তার সকল গুনাহ মাফ করে জান্নাতুল ফেরদৌস দান করেন;আমীন।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT