আলীকদমে সমন্বিত পুষ্টি পরিকল্পনায় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিনিধি বৃহস্পতিবার রাত ১১:৩৩, ২৯ আগস্ট, ২০১৯
শান্ত কান্তি তঞ্চঙ্গ্যাঁ, আলীকদম (বান্দরবান): বান্দরবানের আলীকদমে সম্মন্বিত পুষ্টি পরিকপ্লনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ আগস্ট) বেলা ১২ টায় আলীকদম উপজেলা পরিষদ হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
আলীকদম উপজেলা নির্বাহী অফিসার সায়েদ ইকবাল এর সভাপত্বিতে অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন ভারপ্রাপ্ত স্বাস্থ্য ও পরিবার পরিকপ্লনা কর্মকর্তা ডাঃ কামরুল হাসান, আলীকদম উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কফিল উদ্দীন, অন্যান্যদের মধ্য উপস্হিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ রুপম চন্দ্র মহন্ত, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ইসকান্দর – নূরী, কারিতাস খাদ্য ও নিরাপত্তা প্রকল্পের উপজেলা কো-অর্ডিনেটর জেসমিন চাকমা, আলীকদম প্রেসক্লাব সভাপতি হাসান মাহমুদ সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, হেডম্যান, কার্বারী সহ গন্যমান্য ব্যাক্তিরা।
লিন প্রকল্পের প্রকল্প ব্যবস্হাপক এভান ত্রিপুরা সঞ্চালনা ও পরিচালনায় অনুষ্ঠিত কর্মশালায় বক্তারা বলেন – পাঁচ বছর মেয়াদে এই প্রকল্পটি আলীকদম উপজেলায় দুইটি ইউনিয়নে কাজ করবে। এই প্রকল্পের অন্যতম লক্ষ্য হল পুষ্টি সম্পর্কে সচেতন করে তোলা এবং বিভিন্ন বিদ্যালয়ে পুষ্টি বাগান সৃজন করা ইত্যাদি।