ঢাকা (সকাল ৮:৩৭) বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

আলীকদমে মাছের পোনা বিতরণ

সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যাঁ,বান্দরবান সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যাঁ,বান্দরবান Clock বৃহস্পতিবার দুপুর ০১:২৬, ৬ আগস্ট, ২০২০

বান্দরবানের আলীকদম উপজেলায় তাহজিংডং এনজিও উপকার ভোগীদের মাঝে USAID এর অর্থায়নে WorldFish এর কারিগরি সহায়তায় ‘তহজিংডং’ এনজিও সংস্থার চলমান প্রকল্প EANA(Enhancing Aquaculture &Nutrition Activity)’র মাছের পোনা বিতরণ করা হয়েছে।
বুধবার (৫ আগষ্ট) সকাল ১১ টার সময় আলীকদম ২ নং  চৈক্ষ্যং ইউপি ও ৪ নং কুরুকপাতা ইউনিয়নের মোট ৮৬ জন উপকার ভোগীকে(পুকুর ও গোদা’য় মাছ চাষী) রুই, কাতলা, মৃগেল, তেলাপিয়া মাছের পোনা দেওয়া হয়, এদের মধ্যে পুকুরের মাছ চাষীরা সর্বমোট ৭০০ টি এবং গোদার মাছ চাষীরা সর্বমোট ১০০০ টি করে মাছের পোনা পান বিতরণ করা হয়েছে।
মাছের পোনা বিতরনের সময় উপস্থিত ছিলেন প্রধান অতিথি হিবেসে উপস্হিত ছিলেন আলীকদম উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ সায়েদ ইকবাল।
এসময় আরো উপস্হিত ছিলেন আলীকদম উপজেলা মৎস্য কর্মকর্তা জনাব জয় বনিক, EANA প্রকল্পের অ্যাকুয়াকালচার & নিউট্রিশন কো-অর্ডিনেটর  জনাব মোঃ নজরুল ইসলাম, EANA প্রকল্পের আলীকদম উপজেলা অ্যাকুয়াকালচার & নিউট্রিশন অফিসার জনাব মোহাম্মদ আবু নাঈম ও লামা উপজেলা  অ্যাকুয়াকালচার & নিউট্রিশন অফিসার জনাব মোঃ রিয়াজ হোসেন।



শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT