আলীকদমে ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখার শুভ উদ্ধোধন সম্পন্ন
নিজস্ব প্রতিনিধি সোমবার ১২:০২, ৭ অক্টোবর, ২০১৯
সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যা, আলীকদম (বান্দরবান)প্রতিনিধিঃ
বান্দরবানের আলীকদম উপজেলার ২নং চৈক্ষ্যং ইউনিয়নের আবাসিক রাস্তার মাথায় উদ্ভোধন হয়েছে ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিং। শাখাটির পরিচালনায় রয়েছে স্থানীয় প্রতিষ্ঠান মেসার্স নাসিমা ট্রেডার্স।
আজ রোববার (০৬ অক্টোবর) বিকালে মেসার্স নাসিমা ট্রেডার্স এর সার্বিক তত্ত্বাবধানে বান্দরবানের আলীকদম রেপার পাড়া আবাসিক শাখা, রাস্তার পাশে এজেন্ট ব্যাংকিং উদ্বোধন উপলক্ষে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জনাব সায়েদ ইকবাল উপজেলা নিবার্হী অফিসার আলীকদম।
স্থানীয় ব্যবসায়ী মেসার্স নাছিমা ট্রেডার্সের মালিক কামাল উদ্দীন দোকানের সামনে এই অনুষ্ঠানের আয়োজন হয়। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম উপজেলা চেয়ারম্যান জনাব আবুল কালাম, জনাব কফিল উদ্দিন, ভাইস চেয়ারম্যান আলীকদম উপজেলা, ২নং চৈক্ষ্যং ইউনিয়নের চেয়ারম্যান জনাব, ফেরদৌস রহমান, সাবেক চেয়ারম্যান জনাব,মোঃ জয়নাল আবেদীন প্রমূখ।
শাখাটির উদ্বোধন করেন ডাচ-বাংলা ব্যাংকের বান্দরবান জেলার আঞ্চলিক এরিয়া ম্যানেজার জনাব নাছির উদ্দিন।এই সময় ডাচ-বাংলা ব্যাংকের পক্ষে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আফজাল হোসেন এস.এস.এম অভিযোগ ব্যাবস্থাপক বান্দরবন জেলা,জনাব মোহাম্মদ মাহফুজ রহমান ,এস.এম,সেলস ব্যবস্থাপক বান্দরবন জেলা, জনাব আব্দুল করিম ব্যাংক ম্যানেজার আবাসিক শাখা।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আলীকদম উপজেলার বিআরডিবি চেয়ারম্যান জনাব, অলিউর রহমান, চৈক্ষ্যং আওয়ালীগের সভাপতি জনাব, উনুমং মার্মা, বান্দরবান জেলা মসজিদ ইমাম সমিতির সদস্য জনাব, মাওলানা আবুল কালাম, স্থানীয় ওয়ার্ড মেম্বার জনাব, মোহাম্মদ হোসেন, জনাব আলী হোসেন, প্যানেল চেয়ারম্যান জনাব রুহুল আমিন, মহিলা মেম্বার জনাব আয়েশা বেগমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলীকদম থানার অফিসার ইনচার্জ(ওসি) জনাব কাজী রাকীব উদ্দীন। অনুষ্টানে বক্তব্য অথিতিরা বলেন অনলাইন ব্যাংকিংয়ের যাবতীয় সুবিধাসহ এজেন্ট ব্যাংকের এই শাখাটিতে সঞ্চয়ী হিসাব খোলা, নগদ টাকা জমা ও উত্তোলন, ডিপিএস, এফডিয়ার, এটিএম কার্ড প্রদান, অন্যান্য একাউন্ট থেকে টাকা হস্তান্তর, পিনকোড দিয়ে রেমিটেন্সের টাকা গ্রহণ, বিল পে, এসএমএস ব্যাংকিং এবং ব্যালেন্স অনুসন্ধানসহ যাবতীয় সেবা দেওয়া হবে।
এ ব্যাংকিং ব্যবস্থা পরিচালিত হবে বায়োমেট্রিক পদ্ধতির একাউন্টের মাধ্যমে সভায় চৈক্ষ্যং পাবলিক স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক জনাব রোহিত এর সঞ্জালনায় কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম জনাব, ফরিদুল আলম এর দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়।