আমন ধান ঘরে তুলতে ব্যাস্ত নওগাঁর চাষিরা
নিজস্ব প্রতিনিধি বৃহস্পতিবার সন্ধ্যা ০৬:২৭, ২১ নভেম্বর, ২০১৯
আবু ইউসুফ, নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় শুরু হয়েছে আমন ধান কাটা ও মাড়াই। আর এ ফসল ঘরে তুলতে এখন ব্যস্ত সময় পার করছেন চাষিরা। আবহাওয়া অনুকুলে থাকায় এবছর ফলনও ভালো হয়েছে। এদিকে, সরকার ২৬ টাকা কেজি দরে ধান কেনার ঘোষণায় খুশি কৃষকরা। তবে খোলা বাজারে দাম নিয়ে শঙ্কার কথা জানালেন তারা।
উত্তরাঞ্চলের মধ্যে খাদ্য উদ্বৃত্ত জেলা নওগাঁ। বর্ষা মৌসুমে বৃষ্টির ওপর নির্ভর করে আমন ধান চাষাবাদ করা হয়ে থাকে। আর মাঠে মাঠে দেখা যাচ্ছে শুধু সোনালী ফসল। আনন্দের সাথে ইতোমধ্যে কৃষকরা ধান কাটা-মাড়াই শুরুও করেছেন।
এমন দৃশ্য জেলার বদলগাছী উপজেলার মথুরাপুর ইউনিয়নের কাঁঠাল মাঠের। এবছর আবহাওয়া অনুকুলে থাকায় ফলন ভালো হয়েছে।
কৃষকরা বলছেন, প্রতি বিঘায় ফসল উৎপাদন করতে খরচ হয়েছে প্রায় ৮ হাজার টাকা। আর ধান হয়েছে প্রায় ১৮ থেকে ২০ মণ হারে। তবে সরকার ২৬ টাকা কেজি দরে আগাম ধান কেনার ঘোষণায় খুশি হলেও খোলা বাজারে দাম নিয়ে শঙ্কায় রয়েছেন তারা।
চলতি মৌসুমে জেলায় প্রায় ১ লাখ ৯৭ হাজার হেক্টর জমিতে আমন ধান উৎপাদন করা হয়েছে। যেখান থেকে প্রায় ৬ লাখ মেট্রিক টন চাল সংগ্রহ হবে বলে জানান, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো: সিরাজুল ইসলাম।
বাজারে কৃষি উপকরণের দাম বেশি হওয়ায় ফসল উৎপাদন করতে খরচ বেশি পড়ছে বলেও জানান, চাষিরা।