ঢাকা (রাত ১১:৫৪) সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শিরোনাম

Join Bangladesh Navy


আদমদীঘিতে ট্রেনের ধাক্কায় ১ ব্যবসায়ী নিহত   

মোঃআতিকুর হাসান,আদমদিঘী,বগুড়া মোঃআতিকুর হাসান,আদমদিঘী,বগুড়া Clock বুধবার সন্ধ্যা ০৭:০৮, ১৭ ফেব্রুয়ারী, ২০২১

বগুড়ার আদমদীঘিতে ট্রেনের ধাক্কায় ওমর আলী মন্ডল (২৮) নামের এক ফ্লেক্সিলোড দোকানির মৃত্যু হয়েছে। আজ বুধবার দুপুরে সান্তাহার রেলওয়ে থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করেছে। উপজেলার সুদিন রেল সেতু এলাকায় এ দুর্ঘটনাটি ঘটেছে।

নিহতের স্ত্রী জেসমিন আক্তার ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, নিহত ওমর আলী উপজেলার কুসুম্বী গ্রামের জামাল মন্ডলের ছেলে। ওমর আলীর কুসুম্বী বাজারে মোবাইল রিচার্জ (ফ্লেক্সিলোড) দোকান রয়েছে। তিনি মঙ্গলবার রাত ৮টায় দোকান বন্ধ করার পর আর বাড়িতে ফিরেন নি। পরের দিন বুধবার সকালে উপজেলার সুদিন রেল সেতু এলাকায় রেললাইনের পাশে তার মরদেহ পরে থাকতে দেখে স্থানিয়রা পুলিশে খবর দেয়। গত দুই বছর আগে ওমর আলী ব্রেইন স্ট্রোক করার পর থেকে মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন।

এ বিষয়ে সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজের আলী সাংবাদিকদের জানান, মঙ্গলবার রাতে কোনো এক ট্রেনের সাথে ধাক্কা খেয়ে ওই ব্যবসায়ী নিহত হয়েছেন। এমন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার ও থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। নিহত ব্যবসায়ী মানসিক ভারসাম্যহীন হওয়ায় লাশটি ময়না তদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

 




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT