ঢাকা (সন্ধ্যা ৭:৪১) বৃহস্পতিবার, ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


আজ থেকে শুরু মহেশখালীর ঐতিহ্যবাহী আদিনাথ মেলা ও শিব চতুর্দর্শী পূজা

শফিউল আলম,কক্সবাজার শফিউল আলম,কক্সবাজার Clock রবিবার সন্ধ্যা ০৬:৪৩, ১৪ মার্চ, ২০২১

উপমহাদেশের সনাতন ধর্মালম্বীদের প্রাচীন ঐতিহ্যবাহী বৃহত্তম তীর্থ স্থান মহেশখালীর মৈনাক পর্বতের পাদদেশে অবস্থিত আদিনাথ মন্দিরে ঐতিহ্যবাহী মহেশখালীর আদিনাথ মেলা শিব চর্তুদর্শী পূজা শুরু হচ্ছে আজ।

এটি মুলত সনাতন ধর্মাবলম্বী মানুষের মহাব্রতানুষ্ঠানশিব চর্তুদশী সপ্তাহ ব্যাপী মেলা উৎসবটি আগামী ১০দিন পর্যন্ত চলবে বলে জানান আদিনাথ মন্দির সংস্কার কমিটির সাধারন সম্পাদক বাবু প্রণব কুমার দে

বৃহস্পতিবার বিকাল হতে শিব দর্শন পূজা অর্চণা শুরু হয়ে শুক্রবার বিকাল পর্যন্ত চলেবে শিব দর্শন এর পর থেকে পুজারীরা পূর্বপুরুষদের উদ্দেশ্যে গয়াধামে পিন্ডদানের মাধ্যমে তর্পন,শ্রাদ্ধ সম্পন্ন করবেন বলে পূণ্যর্থীরা জানান

অন্যদিকে মহেশখালীর আদিনাথ মন্দিরে শিব চর্তুদশী পূজা পালন করতে দেশীয় সনাতন ধর্মালম্বী ছাড়া পার্শ্ববতী দেশ ভারত, নেপাল, ভূটান, মায়ানমার, শ্রীলংকা,মালদ্বীপ থেকে অসংখ্য ভক্ত পুজারিদের সমাগম ঘটবে বলে জানান আদিনাথ মন্দিরের কর্মরত পুরহিত

শিব চতূদর্শী পূজা পালন শেষে পূণ্যর্থীরা মন্দিরের পাদদেশে স্থাপিত মেলা থেকে বাড়ীর জন্য বিভিন্ন নিত্যপন্য সামগ্রী কিনে নিয়ে যায়

মহেশখালীকুতুবদিয়ার সিনিয়র সহকারি পুলিশ সুপার জাহেদুল ইসলাম বলেন, আদিনাথ মেলায় কোন ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সে বিষয়ে পুলিশ প্রশাসন সব সময় প্রচেষ্টা চালিয়ে যাবেনপুজারিদের নিরাপত্তার জন্য পর্যাপ্ত পুলিশ র্ফোস রয়েছে শান্তি শৃংখলা রক্ষার্থে স্থানীয় জন সাধারণের সার্বিক সহযোগিতা কামনা করেন

তিনি আরো বলেন, পুলিশের পাশাপাশি বিভিন্ন স্বেচ্ছাসেবক সংগঠন নিয়ে কমিটি গঠন করা হয়েছে ইতোমধ্যে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পূজায় আগত তীর্থ যাত্রীদের সুবিধার্থে মন্দিরের ১কিলোমিটারের মধ্যে মহেশখালী কলেজ মাঠ,পশুহাসপাতাল, উপজেলা পরিষদ চত্বর, ডাক বাংলোস্থ পুরাতন হাসপাতালের মাঠ,বড় রাখাইন পাড়া মন্দিরের সামনে গাড়ী পার্কিং এর ব্যবস্থা নেওয়া হয়েছে

মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহফুজুর রহমান বলেন, দেশী বিদেশী হাজার হাজার পুজারীর আগমনে মহেশখালীর আদিনাথ মেলায় সনাতন ধর্মাবলম্বীদের মিলন মেলায় পরিনত হয় আদিনাথ মন্দিরের  পুজা মেলা সুষ্ঠু সুন্দর ভাবে পালনের জন্য মহেশখালী উপজেলা প্রশাসন আইন শৃংখলা বাহিনীর লোকজনের সমন্বয়ে বিভিন্ন কমিটির মাধ্যমে উপজেলা প্রশাসন সম্পুর্ণ প্রস্তুুুত রয়েছে এবং তীর্থ যাত্রীদের আসাযাওয়ার সুবিধার্থে জেটিঘাটে পর্যাপ্ত পরিমাণ নৌজান স্পীড বোট প্রস্তুত রাখা হয়েছে

তিনি আরো বলেন আদিনাথ মন্দিরের উক্ত তীর্থ মেলা পুজায় যদি কোন দেশীবিদেশী দর্শনার্থী কোনরকম হয়রানির স্বীকার হন তবে সাথে সাথে আদিনাথ মন্দিরের প্রবেশপথে স্থাপিত পুলিশ কন্ট্রোল রুম উপজেলা প্রশাসনের নিকট অভিযোগ করার জন্য বিনীতভাবে অনুরুধ জানান




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT