দাউদকান্দিতে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

হোসাইন মোহাম্মদ দিদার
বৃহস্পতিবার সন্ধ্যা ০৬:৩১, ২৪ জুলাই, ২০২৫
বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল ১২ টায় উপজেলা নির্বাহী অফিসারের হলরুমে উপজেলা মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা ও মাসিক সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়।
এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) নাঈমা ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার( ভূমি) রেদওয়ান ইসলাম, মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. শামসুল আলম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাবিবুর রহমান উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সাবিনা ইয়াসমিন চৌধুরী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্ত মোহাম্মদ আরিফুল ইসলাম, চেয়ারম্যান মনির হোসেন সরকার, প্যানেল চেয়ারম্যান নাজমুল হক, প্যানেল চেয়ারম্যান জহিরুল ইসলাম রনি, প্যানেল চেয়ারম্যান আব্দুস ছালাম, চেয়ারম্যান মোস্তাক সরকার, প্যানেল চেয়ারম্যান আয়শা আক্তার প্রমুখ।