ঢাকা (সন্ধ্যা ৭:৩৮) শুক্রবার, ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবীতে মানববন্ধন

এস এম সাখাওয়াত জামিল দোলন এস এম সাখাওয়াত জামিল দোলন Clock বৃহস্পতিবার সন্ধ্যা ০৬:১৮, ২৫ জানুয়ারী, ২০২৪

চাঁপাইনবাবগঞ্জের রাজারামপুর মালোপাড়া পিয়ার বিশ্বাসের ঘাট এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারী) সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের চত্ত্বরে রাজারামপুর ও নামোরাজারামপুর এলাকার জনসাধারণের আয়োজনে এ মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়।

 

এ সময় ঘন্টাব্যাপী চলা এ মানববন্ধনে বক্তারা বলেন, একটি প্রভাবশালী মহল মহানন্দা নদীর রাজারামপুর এলাকাসহ এর আশপাশে ড্রেজার মেশিন দিয়ে প্রতিদিন বালু উত্তোলন করছে। এতে নদীর গতিপথ পরিবর্তন ও নদী ভাঙনসহ নামোরাজারামপুর গ্রামের শতশত বসতবাড়ি, আবাদী জমি, শিক্ষা প্রতিষ্ঠান ও গোরস্থানসহ বিভিন্ন স্থাপনা নদী গর্ভে বিলীন হবার আশংকা রয়েছে। শুধু তাই নয় অনেক গভীর করে ড্রেজিং করায় গত বছর ৪ জন কিশোর সেখানে ডুবে মারা যায়। এছাড়া চরে বালু না থাকায় নদীর অবাহিকার আবাদী জমি কেটে নেয়ার ফলে ফসলী জমি বিলীন হয়ে পড়ছে।

 

বক্তারা আরো বলেন, এখানে সরকারী উদ্দ্যোগে একটি আদর্শ গুচ্ছ গ্রাম করা হলেও অবৈধ বালু উত্তোলনকারীদের হুমকি-ধামকি ও নদী ভাঙ্গণে এখানে বসবাসকারীরা গৃহহীন হয়ে পড়েছে। এছাড়া প্রতিদিন শতশত ট্রাক, ট্রাক্টর ও ট্রলি দিয়ে বালু পরিবহনের ফলে সরকারী পাকা রাস্তায় ধুলোবালির স্তর জমে তা নষ্ট হতে চলেছে। ধুলোবালির কারণে এখানে বসবাসকারীদের প্রতিনিয়ত নানা রকম রোগ হয়ে থাকে। আর তাই অবিলম্বে বালু ও মাটি কাটা বন্ধের দাবী জানান বক্তারা। আর প্রশাসন বালু উত্তোলন বন্ধের ব্যবস্থা না নিলে এতে ব্যর্থ

হলে বৃহত্তর কর্মসুচি ঘোষণা করা হবে বলে জানান বক্তারা। পরে স্থানীয় নেতৃবৃন্দ অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আনিছুর রহমানের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।

 

মানববন্ধনে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৭ নং ওয়ার্ড কাউন্সিলর নূরুল ইসলাম মিনহাজ, ৮নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল ইসলাম, সাবেক পুলিশ কর্মকর্তা গোলাম জাকারিয়া, আইনজীবী খাইরুল ইসলাম, সাবেক ব্যাংকার আকতারুজ্জামান,হেলাল উদ্দিন, শিক্ষক মারুফুল হক, আরিফা খাতুনসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT