অটোরিক্সার যাত্রীকে যানবাহনে উঠা-নামায় সতর্ক করায় মারপিটের স্বীকার
মো: শাকিল হোসেন শওকত নাগরপুর টাঙ্গাইল প্রতিনিধি শুক্রবার রাত ০৯:১০, ১৪ অক্টোবর, ২০২২
টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সহবতপুর ইউনিয়নের ইরতা গ্রামের মৃত সামাদ মিয়ার ছেলে সাহালমকে (৩১) যাত্রীরা বাই সাইকেল নিয়ে বাড়ি ফেরার সময় তাকে পিটিয়ে হাসপাতালে পাঠিয়েছে।
গতকাল ১২ অক্টোবর আনুমানিক সন্ধ্যা ৬ টা এর সময় বাড়ি ফেরার পথে যাত্রী দ্বারা মারপিটের স্বীকার হয়ন।
গতকাল সন্ধ্যায় তাজ ব্রিকসের সামনের পাকা রাস্তা দিয়া বাড়ি যাওয়ার পথে আব্দুর রহিমের ছেলে মো. জুবায়ের (২০) চলন্ত ইজিবাইকে উঠিয়া আবার লাফ দিয়া নামিয়া যায়, তখন সাদ্দাম হোসেন অটো থামিয়া তাকে এভাবে উঠানামার করার পরামর্শ দেয়।
এতে গয়হাটা ইউনিয়নের কলিয়া গ্রামের আব্দুর রহিমের ছেলে জুবায়ের ও মৃত সিরাজের ছেলে মো. সোহান মিয়া (২১)
সাদ্দাম এর প্রতি ক্ষিপ্ত হয়ে তাকে অকথ্য ভাষায় গালাগালি করে খুন করার হুমকি দেয়।
তাকে মারপিটের হুমকি দেয়। আশেপাশে লোকজন ফিরাইয়া দেয়। ঠিক তখন সাদ্দাম এর বড় ভাই সাদ্দামের ছেলে মো. শাহ আলম হুমকি ধামকি দিয়ে বলে, কালকে কলিয়া চৌরাস্তায় যাস তার পরে বলবো নি কি হইছে।
আজকে সকাল আনুমানিক ১০.৩০ ঘটিয়ার সময় নাগরপুর থেকে শাহ আলম বাড়ি ফেরার পথে কলিয়া চৌরাস্তা দিয়ে আসার সময় সোহান এবং জুবায়ের পিছন থেকে লোহার বড় রড দিয়া এলোপাথাড়ি ভাবে পিটিয়ে তার শরীরের বিভিন্ন জায়গায় জখম করে। চোখের নিচে রড এর আঘাতে কেটে যায় তারপর লোকজন এসে তাকে উদ্ধার করে নাগরপুর হাসপাতালে ভর্তি করা হয়।