ঢাকা (দুপুর ১:৫৪) শনিবার, ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

ময়মনসিংহ সদর উত্তর কেন্দ্রীয় সমবায় ব্যাংকের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ Clock শনিবার রাত ১১:৩৯, ২০ ফেব্রুয়ারী, ২০২১

ময়মনসিংহ সদর উত্তর কেন্দ্রীয় সমবায় ব্যাংকের বার্ষিক সাধারণ সভা শনিবার (২০ ফেব্রুয়ারী) সমিতির কার্যালয়ে দুপুর ১২.৩০ মিনিটে অনুষ্ঠিত হয়েছে।

এ বার্ষিক সাধারণ সভায় ব্যাংকের চেয়ারম্যান ও জেলা পরিষদ সদস্য এইচ.এম খায়রুল বাসারের সভাপতিত্বে ও ব্যাংকের নির্বাহী কর্মকর্তা সাঈদ হাসান এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন ময়মনসিংহ বিভাগীয় সমবায় কার্যালয়ের যুগ্ম-নিবন্ধক মশিউর রহমান। তিনি তার বক্তব্যে, ব্যাংকটির বর্তমান কার্যক্রমে সন্তুষ্টি প্রকাশ করে ব্যাংকের কার্যক্রমকে আরো গতিশীল করার পাশাপাশি সদস্য সমিতিগুলোকে সক্রিয় করার তাগিদ দেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ব্যাংকের সহ-সভাপতি জিয়াউল হক, পরিচালক হারুনুর রশীদ তালুকদার, ব্যাংকের সাবেক চেয়ারম্যান মোঃ দুলাল মিয়া, বিশিষ্ট সমবায়ী ও বীর মুক্তিযোদ্ধা মোঃ সাদেকুর রহমান প্রমুখ।

এসময় ব্যাংকটির আগামী বছরের পরিকল্পনা পেশ করা হয়, বাজেট প্রণয়ন করা হয়, গত বছরের হিসাব বিবরণী প্রদান করা হয়। অনুষ্ঠানের শুরুতেই প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা দেয়া হয়।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT