ঢাকা (রাত ১২:০৭) সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


মেঘনা’র নার্গীস আক্তার বিজ্ঞান শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে নিউজিল্যান্ড গমন

আরিফুল ইসলাম আরিফুল ইসলাম Clock শুক্রবার বিকেল ০৪:০৭, ২০ সেপ্টেম্বর, ২০১৯

উচ্চতর প্রশিক্ষণে নিউজিল্যান্ড গমন।

আমাদের মানিকার চর এল.এল মডেল উচ্চ বিদ্যালয়ের একজন গর্বিত শিক্ষিকা।

মানিকারচর এল, এল, মডেল উচ্চ বিদ্যালয়, মেঘনা, কুমিল্লার সহকারী শিক্ষক, নার্গীস আক্তার, হাতে- কলমে বিজ্ঞান শিক্ষার উচ্চতর প্রশিক্ষণের উদ্দেশ্যে নিউজিল্যান্ড গমন করেছেন। ওয়েলিংটন কলেজে প্রশিক্ষণ শেষে বর্তমানে তিনি অকল্যান্ড এর MIT(Manukau Institute of Technology)-তে প্রশিক্ষণ নিচ্ছেন।

বাংলাদেশের শিক্ষা মন্ত্রণালয়ের অধীন SESIP(Secondary Education Sector Improvement Program) এর আওতায় তাঁকে ৩০ জনের একটি গ্রুপের সাথে পাঠানো হয়েছে। কুমিল্লা জেলা থেকে একক ব্যক্তি হিসেবে তিনি এ সুযোগ লাভ করেছেন।
এ প্রশিক্ষণে সুযোগ পাওয়াতে তিনি সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি আশা প্রকাশ করেছেন, প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগানোর সুযোগ পেলে বিজ্ঞান শিক্ষার প্রতি শিক্ষার্থীদের আগ্রহ বৃদ্ধি পাবে। এ জন্যে প্রয়োজন আধুনিক গবেষণাগার এবং উন্নত যন্ত্রপাতি। তিনি সকলের প্রতি শুভেচছা জ্ঞাপন করেছেন।
মেঘনা উপজেলার মোল্লাকান্দি গ্রামে তাঁর শ্বশুরালয়।

আমাদের অফিসিয়াল ফেসবুক গ্রুপের সদস্য “Al Imram Ahammed Imu” কর্তৃক মেঘনা নিউজ গ্রুপে প্রকাশ করা লেখাটি হুবহু তুলে ধরা হয়েছে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT