মেঘনায় কৃষকদলের সাংগঠনিক সভা ও বৃক্ষরোপন কর্মসূচি

মোঃ কামরুজ্জামান
বৃহস্পতিবার রাত ০৯:১৬, ৩ জুলাই, ২০২৫
বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল মেঘনা উপজেলা শাখার উদ্যোগে সাংগঠনিক সভা ও বৃক্ষরোপন কর্মসূচি- ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে কৃষক দলের মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এ আয়োজন করা হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল মেঘনা উপজেলা শাখার আহ্বায়ক মোঃ জামান মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মোঃ সেলিম ভূঁইয়া।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা বিভাগীয় কৃষক দলের সাংগঠনিক সম্পাদক মোঃ এনায়েত উল্লাহ খোকন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব বীর মুক্তিযোদ্ধা আব্বাস উদ্দিন কমান্ডার, জনাব আব্দুল ওয়াদুদ মুন্সী, জনাব আজহারুল হক শাহিন, জনাব মোঃ জহিরুল ইসলাম জগরুল, জনাব মোঃ শাহ আলম, জনাব মোঃ বজলু মিয়া, জনাব মোঃ মান্নান মিয়া।
অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্বে ছিলেন মোহাম্মদ জাহাঙ্গীর আলম মেম্বার, সদস্য সচিব, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল, মেঘনা উপজেলা শাখা।
অনুষ্ঠানে আগত বক্তারা কৃষক দলের গুরুত্ব এবং কাজের যথাযথ ভূমিকা নিয়ে আলোচনা করেন। এ সময় তারা বলেন কৃষক দল বিএনপির একটি গুরুত্বপূর্ণ শাখা যার স্থপতি ছিলেন শহীদ জিয়াউর রহমান। সুতরাং কৃষক দলকে কোন অংশে ছোট করে দেখার অবকাশ নেই।
অধ্যক্ষ সেলিম ভূঁইয়া বলেন, দল মত নির্বিশেষে সকলে মেঘনার উন্নয়নের জন্য কাজ করে যেতে হবে এবং কৃষকদলের যে কোন উন্নয়নমূলক কর্মসূচিতে মূল দলের চিরন্তন সহযোগিতা থাকবে।
সবশেষে মানিকারচর এল এল উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে কিছু ফলজ বৃক্ষ রোপন করার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।