ঢাকা (সন্ধ্যা ৭:১৩) রবিবার, ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


মুছে ফেলা মেসেজ আবার দেখা যাবে হোয়াটসঅ্যাপে

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock মঙ্গলবার বিকেল ০৫:৫২, ২৩ আগস্ট, ২০২২

কাজের চাপে বা মনের ভুলে পাঠানো বার্তা; নির্দিষ্ট সময়ের মধ্যে মুছে ফেলা যায় হোয়াটসঅ্যাপে। এবার মুছে ফেলা বার্তা উদ্ধারের জন্য ‘আনডু’ সুবিধা চালু করছে মেটার মালিকানাধীন ইনস্ট্যান্ট মেসেজিং সেবাটি। এরই মধ্যে নিজেদের নতুন পরীক্ষামূলক সংস্করণে এ সুবিধা যুক্ত করে; নির্দিষ্টসংখ্যক আইওএস এবং অ্যান্ড্রয়েড ব্যবহারকারীকে পরখ করার সুযোগ দিচ্ছে হোয়াটসঅ্যাপ। সবকিছু ঠিক থাকলে শিগগিরই এ সুবিধা সবার জন্য উন্মুক্ত করা হবে।

দীর্ঘদিন থেকেই পাঠানো বার্তা উদ্ধারের দাবি জানিয়ে আসছিলেন হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা। তাদের মতে, মুছে ফেলা বার্তায় অনেক সময়ই প্রয়োজনীয় তথ্য থাকে। ফলে সেগুলো পরে প্রয়োজন হয়। ব্যবহারকারীদের আগ্রহ বিবেচনা করেই মূলত মুছে ফেলা বার্তা; উদ্ধারের সুবিধা চালুর সিদ্ধান্ত নিয়েছে হোয়াটসঅ্যাপ।

এ সুবিধা চালু হলে বার্তা মুছে ফেলার সময় চ্যাট অপশনে ‘আনডু’ নামের বাটন দেখা যাবে। ‘ডিলিট ফর মি’ অপশনের সাহায্যে বার্তা মুছে ফেলার পর; বাটনটি চাপলেই আবার সেগুলো দেখা যাবে। তবে মুছে ফেলা বার্তা উদ্ধারের সময়সীমা সম্পর্কে কোনো তথ্য জানা যায়নি।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT