ঢাকা (রাত ১:২১) বৃহস্পতিবার, ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


মাদারীপু‌রের শিবচ‌রে দোকানী‌কে কু‌পিয়ে জখম, আশঙ্কাজনক অবস্থায় ফ‌রিদপু‌রে প্রেরণ

মীর এম ইমরান,মাদারীপুর মীর এম ইমরান,মাদারীপুর Clock রবিবার রাত ১১:৪৮, ৩০ মে, ২০২১

মাদারীপু‌রের শিবচ‌রে দ্বিতীয়খন্ড এলাকায় বা‌কি দি‌তে না চাওয়ায় ওবায়দুর না‌মে এক মুদী ব‌্যবসায়ী‌কে কু‌পি‌য়ে জখম ক‌রে‌ছে বখা‌টেরা। উপ‌জেলা স্বাস্থ‌্য কম‌প্লেক্সে প্রাথ‌মিক চি‌কিৎসা শে‌ষে গুরুতর আহত অবস্থায় ফ‌রিদপু‌রে মে‌ডি‌কে‌লে প্রেরন ক‌রে‌ছে চি‌কিৎসক।

পা‌রিবা‌রিক সু‌ত্রে জানা যায়,রবিবার বি‌কে‌লে উপ‌জেলার দ্বিতীয়খন্ড মৃধা কা‌ন্দি এলাকায় ওবায়দুল মৃধার মু‌দি দোকা‌নে কোমল পানীয় বা‌কি‌তে চায় বখা‌টে র‌নি মৃধা। ওবায়দুল মৃধা বা‌কি নি‌ষেধ কর‌লে বখা‌টে র‌নি দোকানদার ওবায়দু‌লের উপর ক্ষিপ্ত হ‌য়ে হামলা চালায়।

ওবায়েদুল ও তার ভা‌তিজা বাধা দি‌লে বখা‌টে র‌নি বা‌ড়ি থে‌কে চাই‌নিজ কুড়াল ও লোকজন নি‌য়ে এ‌সে জালাল মৃধার ‌নেতৃ‌ত্বে ওবায়দু‌লের দোকা‌নে হামলা চালায়। ওবায়দুলকে চাই‌নিজ কুড়াল দি‌য়ে এ‌লোপাতা‌ড়ি কু‌পি‌য়ে জখম ক‌রে।

শিবচর থানা অ‌ফিসার ইনচার্জ মো মিরাজ হো‌সেন জানান, খবর পে‌য়ে হাসপাতা‌লে পু‌লিশ পাঠা‌নো হ‌য়ে‌ছে। মামলা প্রক্রিয়াধীন।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT