ঢাকা (সকাল ৭:১৬) বৃহস্পতিবার, ১৭ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে দাউদকান্দিতে বিক্ষোভ সমাবেশ করল সাংবাদিকরা

হোসাইন মোহাম্মদ দিদার হোসাইন মোহাম্মদ দিদার Clock শুক্রবার সন্ধ্যা ০৭:৪৪, ১১ এপ্রিল, ২০২৫

দাউদকান্দিতে (একাংশ) কর্মরত সাংবাদিক, স্যাোশাল এক্টিবিস্টরা ইসরায়লি আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ করেছে।

স্বাধীন ভূখন্ড ফিলিস্তিনে বর্বরোচিত ইসরায়লি নারকীয় তান্ডবলীলা, গণহত্যা, ধ্বংসযজ্ঞ বন্ধ করার দাবিতে এ কর্মসূচি করা হয়েছে।

শুক্রবার(১১ এপ্রিল) বাদ জুমা সাংবাদিক ও স্যোশাল এক্টিভিস্টদের আয়েজনে পৌরসভা বাজারের বড় মসজিদের সামনে এ বিক্ষোভ সমাবেশ করা হয়েছে।

এতে বক্তব্য রাখেন— মডেল মসজিদের খতিব মুফতি এহসান বিন ফারুকী, মাওলানা জয়নাল আবেদীন, পৌরসভা উচ্চ বিদ্যালয়ের সভাপতি, সমাজকর্মী ও সাংবাদিক তৌফিক রুবেল, সাবেক ছাত্রনেতা জসীমউদ্দিন আহমেদ,সাংবাদিক হোসাইন মোহাম্মদ দিদার,সাংবাদিক মামুনুর রশীদ রুবেল, মাওলানা আবু জাফর, সমাজকর্মী আব্দুল হান্নান মোল্লা প্রমুখ।

সমাবেশে বক্তারা স্বাধীন ফিলিস্তিনে ইসরায়েলের এই নারকীয় হত্যাযজ্ঞ বন্ধ করার দাবি জানান। পাশাপাশি ইসরায়েলি পণ্য বয়কট করার জন্য সর্বাত্মক আহ্বান জানান। বক্তারা বলেন ,পৃথিবীর ইতিহাসে ইসরায়েলের এই আগ্রাসন নারকীয় তান্ডবে পরিণত হয়েছে। আমরা এই নব্য ফেরাউন নেতানিয়াহু ও তার দোসরদেরকে বলছি, আপনারা নিরীহ ফিলিস্তিনের ওপর এমন বর্বরোচিত হামলা করে সারা দুনিয়ায় ঘৃণা কুড়াচ্ছেন। আমরা চাই আপনারা দ্রুত এই যুদ্ধ বন্ধ করুন। শান্তির পথে ফিরে আসুন। আমাদের প্রাণের স্পন্দন ফিলিস্তিন। আমরা হারতে জানি না, আমাদের বিজয় খুব নিকটে ইনশাল্লাহ।

পরিশেষে মাওলানা জয়নাল আবেদীন সমাপনী বক্তব্য দিয়ে মোনাজাতের মাধ্যমে ফিলিস্তিনসহ সারা মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধ কামনা করেন।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT