ঢাকা (দুপুর ২:৫৫) বুধবার, ১৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

দাউদকান্দিতে ইসরাইলী আগ্রাসনের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

হোসাইন মোহাম্মদ দিদার হোসাইন মোহাম্মদ দিদার Clock বৃহস্পতিবার সন্ধ্যা ০৬:৩১, ১০ এপ্রিল, ২০২৫

ফিলিস্তিনেে ভূখণ্ডে ইসরায়েলী আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে বিএনপি ও এর সহযোগী অঙ্গসংগঠন।

 

কেন্দ্রীয় বিএনপির দেশব্যাপী এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ কর্মসূচির অংশ হিসেবে

বৃহস্পতিবার(১০ এপ্রিল) বিকালে উপজেলা ও পৌরসভা বিএনপির আয়োজনে এ কর্মসূচি হয়েছে। মিছিলের নেতৃত্ব দেন—কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন। পৌরসভা ও উপজেলার বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়ন থেকে খন্ডখন্ড মিছিল নিয়ে বিএনপির নেতাকর্মীরা জড়ো হতে থাকে বিশ্বরোড়ে। পরে সেখানে ইসরাইলী বর্বরোচিত হামলার প্রতিবাদ জানিয়ে এক বক্তব্য রাখেন— বিএনপির নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন।

 

বক্তব্য শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি বিশ্বরোড থেকে শুরু হয়ে পৌরবাজার এলাকার আহাম্মদীয়া প্লাজা সংলগ্ন এলাকায় বিএনপির উপজেলা কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

 

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন— উপজেলা বিএনপি ও পৌরসভা বিএনপির নেতাকর্মীসহ এর সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT