ঢাকা (সকাল ১১:৫৩) বৃহস্পতিবার, ১৭ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

আগামীর নিরাপদ বাংলাদেশ গড়তে শিক্ষিত জনগোষ্ঠী তৈরি করতে হবে: রবিন চৌধুরী

হোসাইন মোহাম্মদ দিদার হোসাইন মোহাম্মদ দিদার Clock বুধবার সন্ধ্যা ০৭:৪২, ৯ এপ্রিল, ২০২৫

বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক ও দাউদকান্দি বড় মসজিদের সেক্রেটারি আরমান চৌধুরী রবিন বলেছেন, আগামীর নিরাপদ বাংলাদেশ গড়তে হলে শিক্ষিত জনগোষ্ঠী তৈরি করতে হবে। আমরা আলিয়া মাদ্রাসা থেকে অনেক মেধাসম্পন্ন শিক্ষার্থী তৈরি হতে দেখেছি। তারা আজ দেশ-বিদেশের উচ্চ ডিগ্রি নিয়ে দেশের খেদমত করছেন। আপনার জ্ঞানার্জনের জন্য যদি স্পৃহা থাকে তাহলে কুঁড়েঘর থেকেও আপনি সুশিক্ষা পাবেন। আর এজন্য দরকার ভালো আদর্শিক শিক্ষক ও পারিপার্শ্বিক পরিবেশ।

 

বুধবার(৯ এপ্রিল) দুপুরে দাউদকান্দি পৌরসাভার মদিনাতুল উলুম কামিল মাদ্রাসার দাখিল-২০২৫ (এসএসসি সমমনা) পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

 

তিনি আরও বলেন, মানুষ গড়ার দক্ষ কারিগর হলো শিক্ষক। শিক্ষকরা শক্তিশালী মেধাবী শিক্ষার্থী ও জনসম্পদ গঠনে প্রথম শ্রেণির যোদ্ধা। আমরা শিক্ষকদের মূল্য দিতে হবে। শিক্ষার জন্য সহায়ক পরিবেশ তৈরিতে আমাদের কাজ করতে হবে।

 

রবিন চৌধুরী শিক্ষার্থীদের উদ্দেশ্যে

বলেন, আপনারা মেধা ও মননে মানুষের মত মানুষ হোন। নিজেররা বিপদগ্রস্ত পথ এড়িয়ে চলবেন। বিদ্যাশিক্ষা সমাপ্ত করে দেশ ও জাতির কল্যাণে কাজ করবেন। মানুষের কল্যাণের চিন্তা করবেন। আদর্শ মানুষ হলেই পরে আপনারা মানবিক কাজ করে মানুষের মন মনিকোঠায় ঠাঁই নিতে পারবেন।

 

এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে উপাধ্যক্ষ মাওলানা রুহুল আমিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন— বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা মোশাররফ হোসেন, সমাজ সেবক কামরুল হাসান (গরিব), মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা মাহবুবুর রহমান, মামুন চৌধুরীসহ আরো অনেক সম্মানিত বক্তিবর্গ।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT