দাউদকান্দিতে যৌথ বাহিনীর অভিযানে ইয়াবাসহ আওয়ামী নেতা মনির গ্রেফতার

হোসাইন মোহাম্মদ দিদার
বুধবার রাত ০১:৩৪, ৯ এপ্রিল, ২০২৫
উপজেলার সুন্দলপুর ইউনিয়নের ঢাকারগাঁও গ্রাম থেকে যৌথ বাহিনীর অভিযানে সঙ্গে থাকা ৪৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি মনির হোসেন (৪৯) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে। ধৃত আসামী উপজেলার ঢাকারগাঁও গ্রামের মৃত আব্দুল খালেক উকিলের ছেলে।
সূত্র জানায়, সোমবার (৭ এপ্রিল) দিবাগত রাতে যৌথবাহিনী গোপন সংবাদের ভিত্তিতে মডেল থানার রাত্রিকালীন স্পেশাল ডিউটি থাকা একটি টিম সঙ্গে নিয়ে এ অভিযান পরিচালনা করে। অভিযানে উপজেলার সুন্দলপুর ইউনিয়নের ঢাকারগাঁও গ্রামের উকিল বাড়িতে যৌথ বাহিনী অভিযান পরিচালনা করে। এতে তার দেহ তল্লাশি করে সিগারেটের প্যাকেট থেকে ৪৪ পিছ ইয়াবা ট্যাবলেটসহ মো. মনির হোসেন (৪৯) কে গ্রেফতার করে।
দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জুনায়েত চৌধুরী বলেন” , গতকাল গভীর রাতে যৌথবাহিনী ৪৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি মনির হোসেন নামে একজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। আজ মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুরে মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করে আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। ”
এদিকে খোঁজ নিয়ে জানা যায়, ধৃত আসামী গেল ১৭ বছর আওয়ামী লীগের নেতাদের সঙ্গে সখ্যতা গড়ে এলাকায় মাদক বিক্রি, সাধারণ মানুষকে হুমকিধামকিসহ নানা ধরনের অপকর্মে জড়িত ছিল। ৫ আগষ্টের প্রেক্ষাপটের পরেও অপকর্ম চলতে থাকে। তার গ্রেফতারের খবরে স্থানীয় সাধারণ মানুষের মাঝে এক ধরনের স্বস্তি ফিরে আসছে।