চিনামূড়া উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত

হোসাইন মোহাম্মদ দিদার
বৃহস্পতিবার দুপুর ০১:৫৪, ১০ এপ্রিল, ২০২৫
দাউদকান্দি উপজেলার চিনামূড়া লক্ষ্মী নারায়ণ উচ্চ বিদ্যালয়ে এসএসসি-২০২৫ সালের পরীক্ষার্থীদের জন্য বিদায় সংবর্ধনা ও দোয়ার আয়োজন করা হয়েছে।
চিনামূড়া লক্ষ্মী নারায়ণ উচ্চ বিদ্যালয়ের আয়োজনে মঙ্গলবার(৯ এপ্রিল) দুপুরে বিদ্যালয়ের অডিটোরিয়ামে এ বিদায় সংবর্ধনা ও দোয়ার আয়োজন করা হয়।
পবিত্র কোরআন থেকে একটি সূরা তেলায়তের মাধ্যমে অনুষ্ঠানের মূল কর্মসূচি আরম্ভ হয়।
বিদ্যালয়ের সভাপতি মোহাম্মদ হানিফ মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন— বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মনির হোসেন।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি মোহাম্মদ হানিফ এক বক্তব্যে বলেন, ” চিনামূড়া লক্ষ্মী নারায়ণ উচ্চ বিদ্যালয়ের আমি নতুন সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছি। এই দায়িত্ব যেন অক্ষরে অক্ষরে পালন করতে পারি এজন্য সম্মানিত শিক্ষকমন্ডলী, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর সহযোগিতা চাই।
মোহাম্মদ হানিফ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরা এই বিদ্যাপীঠে বিগত ৫ বছর অধ্যয়ন করেছো। তোমাদের স্পর্শ লেগে আছে এই বিদ্যালয়ের পরতে পরতে। তোমরা একটি ধাপ অতিক্রম করে অন্য একটি ধাপে যাচ্ছো। আমি তোমাদের এই নবযাত্রার পথ যেন সহজতর হয় এই প্রার্থনা করি। তোমরা এসএসসিতে সর্বোচ্চ ভালো ফলাফল করো। তোমাদের ভালো ফলাফলে তোমাদের বাবা মায়ের মুখে হাসি ফুটবে । তোমাদের ভালো ফলাফলে আমাদের এই বিদ্যালয়ের সকলের মুখে হাসি ফুটবে। তোমরা এই বিদ্যালয়ের মুখ উজ্জ্বল করো। সুনাম অক্ষুণ্ণ রাখো।
নতুন সভাপতি বলেন, আমি দোয়া করি তোমরা আগামীর বাংলাদেশ বিনির্মানে অগ্রণী ভূমিকা রাখো। আমি এ কথা আরও দৃঢ়তার সঙ্গে বিশ্বাস করি তোমরাই আগামীর বাংলাদেশ। তোমরা এই সমাজ, এই দেশের কর্ণধার হবে। তবে আমার একটা কথা তোমরা মনে রেখে চলবা, সেই কথাটি হলো— তোমরা বিপদগামী পথে পা দিবেন না। খারাপ সঙ্গ পরিত্যাগ করে চলবা।
এতে মিলাদ ও দোয়া পরিচালনা করেন বানিয়াপাড়া দরবার শরীফের পীর আবুবকর সিদ্দিক আল কাসেমী।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মোশাররফ হোসাইনসহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকামন্ডলী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সুশীল ও অভিভাবক এবং বিদ্যালয়ের শিক্ষার্থীরা।