ভোটের পরিবেশ অনুকূল রাখতে হার্ডলাইনে প্রশাসন
হোসাইন মোহাম্মদ দিদার সোমবার দুপুর ০৩:৩৬, ১ জানুয়ারী, ২০২৪
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দামামা বেজে ওঠার পর থেকেই ভোটের মাঠে পছন্দের প্রার্থী নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে। তবে পছন্দের প্রার্থীকে বেছে নিতে ভোটাররা চায় সুষ্ঠু পরিবেশ।
এদিকে ভোটের প্রতি মানুষের আগ্রহ কিছুটা ভাটা পড়েছে, কুমিল্লা-১ (দাউদকান্দি-তিতাস) এর বিভিন্ন এলাকায় ঘুরে সাধারণ মানুষের দাবি জানার চেষ্টা করেছে এ প্রতিবেদক। সাধারণ মানুষের বা ভোটারদের দাবি ভোটের অন্তত ৩ দিন আগ থেকে সুষ্ঠু ও নিরাপদ পরিবেশ তৈরি করা।
ভোটাররা যদি ভোট দেওয়ার মত নিরাপদ পরিবেশ না পায় তাহলে ভোট কেন্দ্রে না যাওয়ার কথাও জানিয়েছেন তারা। অপরদিকে এই এলাকায় বিএনপির পক্ষ থেকে ভোটারদের প্রতি ভোট কেন্দ্রে না যাওয়ার দাবি নিয়ে বিভিন্ন প্রচারণা চালিয়েছে উপজেলা বিএনপির নেতাকর্মীরা।
এটি একটি বড় বাধা,এই বাধাকে চ্যালেঞ্চ হিসেবে নেওয়ার মত কোনো প্রচারণা বা শক্ত অবস্থানও দেখা যায়নি এই এলাকার সাংসদ প্রার্থীদেরকে। প্রার্থীদের প্রত্যাশা ভোটাররা পছন্দের প্রার্থীকে ভোট দিতে কেন্দ্রে যাবেন। এই আসনে ভোটের মূল লড়াই হবে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ইঞ্জিনিয়ার আব্দুস সবুর ও ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার নাঈম হাসানের মধ্যে। তবে চমক দেখাতে প্রস্তুতি নিয়ে এগিয়ে যাচ্ছেন জাতীয় পার্টির মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী ও সাবেক সাংসদ মো. আমির হোসেন।
এই তিনজন প্রার্থীই ক্লীন ইমেজের হওয়ায় ভোটাররাও এখন দ্বিধায় আছে কাকে ভোট দিবে। শেষ মুহুর্তে নিজের ভোটের পাল্লা ভারি করতে বিরামহীন প্রচারণায় ব্যস্ত দুই হেভিওয়েট প্রার্থী ইঞ্জিনিয়ার আব্দুস সবুর ও ব্যারিস্টার নাঈম হাসান। ভোটের মাঠে তেমন সরব প্রচারণায় কম দেখা গেছে লাঙ্গল প্রতীকের প্রার্থী মো. আমির হোসেনকে।
তবে সাধারণ ভোটারদের কথায় জানা গেছে ভোটের লড়াই হবে দ্বিমুখী।
ভোটের পরিবেশ কেমন হবে এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরাফাতুল আলম জানান,” একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়াই আমাদের লক্ষ্য, সেই লক্ষ্যে আমরা আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে একসঙ্গে কাজ করছি। ভোটারা যাতে বাধাহীনভাবে নির্ভয়ে উৎসবমুখর পরিবেশে ভোট কেন্দ্রে এসে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে এজন্য আমরা সকল প্রস্তুতি সম্পন্ন করেছি।”
দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) মোহাম্মদ মোজাম্মেল হক পিপিএম জানান, ” এখনো পর্যন্ত আমরা নির্বাচনের পরিবেশ শান্ত রেখেছি। আগামীর দিনগুলোতে নির্বাচনী পরিবেশ ভালো রাখার প্রত্যয়ে কাজ করছি। ভোটারদের নির্বিঘ্নে ভোট কেন্দ্র আসার পরিবেশ তৈরি করতে আমরা সফল পথে আছি।”