ঢাকা (দুপুর ১:৫৯) বুধবার, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

বান্দরবানে বাসের ধাক্কায় পুলিশের কনস্টেবল নিহত।

অন্যান্য ২১১৮০ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock রবিবার রাত ১১:৩০, ২৫ আগস্ট, ২০১৯

সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যাঁ, বান্দরবান: বান্দরবানে যাএীবাহী বাসের ধাক্কায় পুলিশের এক কনস্টেবল নিহত হয়েছে। এ ঘটনায় বাস ও চালক সাইফুল ইসলামকে আটক করেছে বান্দরবান সদর থানা পুলিশ।

আজ শনিবার ২৪ আগস্ট রাত ১১ টায় বান্দরবান বালাঘাটা সড়কের রোয়াংছড়ি স্টেশন এলাকায় এ দূর্ঘটনা ঘটেছে। দূঘর্টনা পর বাস সহ চালক সাইফুল ইসলামকে আটক করেছে পুলিশ। নিহত পুলিশ সদস্যর নাম ইমরান হোসেন জনি (২৪)। তারবাড়ী ফেনীতে সে বান্দরবান পুলিশ লাইন্স এর আর আই অফিসে কর্মরত ছিলেন।

পুলিশ জানিয়েছে – শনিবার রাত ১১ টার দিকে জনি বালাঘাটা পুলিশ লাইন থেকে বান্দরবান আসার পথে রোয়াংছড়ি বাস স্টেশন এলাকায় বিপরীত দিক থেকে আসা খাজা গরীবের নেওয়াজ সার্ভিসের একটি বাস গাড়ী তার মোটর বাইকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্তায় উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে গেলে তাকে চট্রগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে রেপার করা হয়। সেখানে নিয়ে গেলে রাত ১টা ৫০ মিনিটে কর্তব্যরত চিকিৎসক থাকে মৃত্যু ঘোষণা করেন।

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মর্কতা (ওসি তদন্ত)এনামুল হক ভুইয়াঁ বলেন রাতে পুলিশ লাইন থেকে বান্দরবান আসার পথে মোটরবাইক কে বাস ধাক্কা দেয়। এতে পুলিশ সদস্য নিহত হয়েছেন। এঘটনায় বাস ও তার চালক সাইফুল ইসলাম কে আটক করা হয়েছে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT