প্রবাসীর বেদনা – কবি – তোফায়েল আহমেদ
মেঘনা নিউজ ডেস্ক মঙ্গলবার দুপুর ০২:২৮, ১৮ জুন, ২০১৯
প্রবাসীর বেদনা দেশের কেহ
তাহা বুঝেনা, জীবন একলা,
দেশ প্রেমের ভালোবাসায়
প্রবাসী কাঁদে নিশির নিরালা।
বাংলাদেশের মায়া মমতারা
অন্তরে যখন মনে পড়ে,
ভালোলাগেনা কিছু,
পরিবার স্বজনের লাগিয়া রোদন ঝরে।
জন্ম ভূমি কত সুন্দর আপন
বাল্যকাল কেটেছে,
বাবা মায়ের কোলে পিঠে উঠে
মধুর যাপন চলছে।
আহা কি ভালোলাগা এই মোর প্রিয় বাংলাদেশ,
প্রয়োজনের আয়োজন মিটাতে আজ বিদেশ।
প্রবাস জীবন কারাগারের মতন
স্বাধীনতা নেই,আপছুসময়,
পরের মন জয় করে কর্ম করতে হয়,
আসেনা জীবনের জয়।
প্রিয় মানুষগুলো সঙ্গত কারণে
আজ বহু দূরে,
মন চাইলেও আসা যায় না
যখন তখন,
ডাকিলেও মায়ার সুরে।
ক্ষণিক জীবনের চাহিদা মিটাতে
অনেকে প্রবাসী হয়,
লক্ষ লক্ষ টাকা ব্যয় করে বিদেশ যায়,
কিন্তু সুখী নয়।
সুখ সোনার হরিণ প্রবাসেও নেই
মনে বড় বেদন,
আল্লাহ তুমি সবাইকে মঙ্গলে রেখো,
যত আছে মানুষজন।
টাকাই কি জীবনের সব!
এই রঙিন ভবের যাপনময়!
মায়ের কোলে মায়ের সন্তান ভালো থাকে, প্রবাসে নয়।