ঢাকা (রাত ২:৫২) শুক্রবার, ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


প্রবাসীর বেদনা – কবি – তোফায়েল আহমেদ

প্রবাসীর বেদনা

মেঘনা নিউজ ডেস্ক মেঘনা নিউজ ডেস্ক Clock মঙ্গলবার দুপুর ০২:২৮, ১৮ জুন, ২০১৯

প্রবাসীর বেদনা দেশের কেহ

তাহা বুঝেনা, জীবন একলা,

দেশ প্রেমের ভালোবাসায়

প্রবাসী কাঁদে নিশির নিরালা।

বাংলাদেশের মায়া মমতারা

অন্তরে যখন মনে পড়ে,

ভালোলাগেনা কিছু,

পরিবার স্বজনের লাগিয়া রোদন ঝরে।

জন্ম ভূমি কত সুন্দর আপন

বাল্যকাল কেটেছে,

বাবা মায়ের কোলে পিঠে উঠে

মধুর যাপন চলছে।

আহা কি ভালোলাগা এই মোর প্রিয় বাংলাদেশ,

প্রয়োজনের আয়োজন মিটাতে আজ বিদেশ।

প্রবাস জীবন কারাগারের মতন

স্বাধীনতা নেই,আপছুসময়,

পরের মন জয় করে কর্ম করতে হয়,

আসেনা জীবনের জয়।

প্রিয় মানুষগুলো সঙ্গত কারণে

আজ বহু দূরে,

মন চাইলেও আসা যায় না

যখন তখন,

ডাকিলেও মায়ার সুরে।

ক্ষণিক জীবনের চাহিদা মিটাতে

অনেকে প্রবাসী হয়,

লক্ষ লক্ষ টাকা ব্যয় করে বিদেশ যায়,

কিন্তু সুখী নয়।

সুখ সোনার হরিণ প্রবাসেও নেই

মনে বড় বেদন,

আল্লাহ তুমি সবাইকে মঙ্গলে রেখো,

যত আছে মানুষজন।

টাকাই কি জীবনের সব!

এই রঙিন ভবের যাপনময়!

মায়ের কোলে মায়ের সন্তান ভালো থাকে, প্রবাসে নয়।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT