ঢাকা (রাত ১২:০৭) বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

দাউদকান্দিতে মিনি বার ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সাহাপারা একাদশ

হোসাইন মোহাম্মদ দিদার হোসাইন মোহাম্মদ দিদার Clock শুক্রবার রাত ০৯:৪৮, ১২ জুলাই, ২০২৪

সাবেক কৃতী ফুটবলারদের সংগঠন “সোনালি অতীত” ক্লাবের আয়োজনে ফাইনাল ম্যাচে অংশগ্রহণ করেন দোনারচর বোরহান একাদশ বনাম সাহাপারা একাদশ।

 

প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই খেলায় নির্ধারিত সময়ের মধ্যে কোনো দলই গোল দিতে পারেনি। ফলে খেলা অমীমাংসিত হলে ট্রাইবেকারে গড়ায়।

এতে ১-০ গোলের ব্যবধানে মিনি বার ফুটবল টুর্নামেন্টের এই খেলায় চ্যাম্পিয়ন হয় সাহাপারা একাদশ।

শুক্রবার(১২ জুলাই) বিকালে দাউদকান্দি আদর্শ উচ্চ বিদ্যালয় খেলার মাঠে(বালুর মাঠ) এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

পরে বিজয়ী ও রানার্সআপ দলের মাঝে পুরস্কার তুলে দেন— কুমিল্লা-১ আসনের সাংসদ ও আইইবি’র প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার আব্দুস সবুর।

 

সাবেক ফুটবলার ও সোনালী অতীতের সভাপতি কামরুল হাসান গরীবের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন— সোনালী অতীত ক্লাবের সভাপতি কামরুল হাসান গরীব, সহ-সভাপতি শাহীন খান, সাধারণ সম্পাদক শওগাত চৌধুরী পিটার, সাবেক জাতীয় ফুটবলার হরে কৃষ্ণ, কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জিএস সুমন সরকার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি খন্দকার শাহজাহান, আলহাজ জসিমউদদীন আহমেদ, উপজেলা ক্রীড়া সংগঠনের সাধারণ সম্পাদক খোরশেদ আলম টাইগার, তরিক সরকার, ৫ নং ওয়ার্ড ওয়ার্ড কাউন্সিলর খন্দকার বিল্লাল হোসেন সুমন, ৬ নং ওয়ার্ড কাউন্সিলর সালাউদ্দিন সরকার, সাবেক ফুটবলার আবুল কালাম, হাসান মিয়া, শামীম মোল্লা প্রমুখ।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT