ঢাকা (রাত ২:০৬) বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

চাঁপাইনবাবগঞ্জে কিশোর অপরাধী চক্রের দুই গ্রুপের সংঘর্ষ, নিহত ২, আহত ২

এস এম সাখাওয়াত এস এম সাখাওয়াত Clock বুধবার বেলা ১২:৪৮, ১৮ ডিসেম্বর, ২০২৪

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে কিশোর অপরাধী চক্রের দুইটি গ্রুপের সংঘর্ষের সময় ছুরিকাঘাতে দুইজন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরও দুইজন। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দিবাগত রাত ১১ টার দিকে উপজেলার মল্লিকপুরে এই ঘটনা ঘটে। নাচোল থানার ওসি মনিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

 

নিহতরা হলেন- নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের খোলসী গ্রামের এজাবুল হকের ছেলে মাসুদ রানা (১৬) এবং একই ইউনিয়নের চাঁদপাড়া গ্রামের আব্দুর রহিমের ছেলে রায়হান আলী(১৫)।

আহতরা হলো-

 

স্থানীয়রা জানান, নিহত মাসুদ রানা ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত। বিজয় দিবসের আগের দিন রবিবার রাতে তিনি উপজেলার বিভিন্ন এলাকার দেয়ালে দেয়ালে ‘জয় বাংলা’ শ্লোগান লিখেছিলেন। এই ঘটনাকে কেন্দ্র করে নাচোলে বিজয় দিবসের পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালে নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের মল্লিকপুর বাজারে বাকবিতন্ডা ও ধাক্কাধাক্কির এক পর্যায়ে ছুরিকাঘাতে দুই কিশোর নিহত হয়েছে।

 

এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. ফাহাদ আকিদ রেহমান বলেন, হাসপাতালে আসার পূর্বেই মাসুদ ও রায়হান মারা যায়। ইসিজি করে আমরা নিশ্চিত হয়েছি। অপর দুইজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। তবে তাদের শরীরের বিভিন্ন স্থানে ছুরির আঘাত রয়েছে।

 

তবে নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুই কিশোরের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে। কিন্তু ডশ কারণে এই হত্যাকান্ড তার প্রকৃত কারণ এই মূহুর্তে জানা সম্ভব না হলেও তদন্ত করে তা জানা যাবে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT