ঢাকা (সন্ধ্যা ৬:৪২) সোমবার, ১৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ সীমান্তে ভারতীয় ওয়াকিটকি জব্দ

এস এম সাখাওয়াত এস এম সাখাওয়াত Clock মঙ্গলবার বিকেল ০৪:১৮, ২৮ অক্টোবর, ২০২৫

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ সীমান্ত এলাকায় অভিযানকালে ভারতীয় ওয়াকিটকি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যরা। রবিবার গভীর রাতে জেলার শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ স্থলবন্দর সংলগ্ন সীমান্ত এলাকা থেকে ওয়াকিটকি জব্দ করলেও এ সময় কাওকে আটক করতে পারেনি মহানন্দা ব্যাটালিয়ন ৫৯ বিজিবি। মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে এ বিষয়ে নিশ্চিত করেছেন ৫৯ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লে, কর্ণেল মো. গোলাম কিবরিয়া।

 

তিনি জানান, গত রবিবার (২৬ অক্টোবর) রাতে সোনামসজিদ স্থলবন্দর সংলগ্ন সীমান্তে টহল দেয়ার সময় কয়েকজন মানুষের জটলা দেখতে পায় বিজিবি সদস্যরা। এ সময় রাত ১১টার দিকে তাদের ধাওয়া করলে বিজিবির উপস্থিতি টের পেয়ে হাতে থাকা কিছু একটা জিনিস ফেলে রাতের আঁধারে ভারতের দিকে পালিয়ে যায় তারা। পরে সীমান্ত পিলার ১৮৫/এস এর কাছে তল্লাশি করে টেপ দিয়ে মোড়ানো একটি ছোট কাটুন উদ্ধার করে বিজিবি।

 

গোলাম কিবরিয়া আরো জানান, টেপ মোড়ানো কাটুন খুলে তার ভেতর থেকে ২টি নতুন ওয়াকিটকি সেট, ২টা এন্টিনা এবং ২টি চার্জার জব্দ করা হয়। তবে এই ধরনের পণ্য চোরাচালানের বিষয়ে বিজিবি কখনো শোনেনি এবং দেখেওনি। ওয়াকিটকিগুলোর টেকনিক্যাল বিষয়গুলো যাচাই বাছাই চলছে এবং আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে জানান অধিনায়ক।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT