ঢাকা (সকাল ৬:৫২) বৃহস্পতিবার, ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


উলিপুরে বজ্রপাতে কৃষকসহ গবাদি পশুর মৃত্যু

সাজাদুল ইসলাম,কুড়িগ্রাম সাজাদুল ইসলাম,কুড়িগ্রাম Clock বুধবার ১২:৩৪, ২৮ সেপ্টেম্বর, ২০২২

কুড়িগ্রামের উলিপুরে বজ্রপাতে শহিদুর রহমান (৪৫) নামের এক কৃষকসহ ১টি গরু ও ২টি ছাগলের মৃত্যু হয়েছে। এছাড়াও সুজা মিয়া (৫৫) নামে ওপর এক কৃষক আহত অবস্থায় বাড়ীতে চিকিৎসাধীন রয়েছে।

মঙ্গলবার (২৭ সেপ্টম্বর) দুপুরে পৌর শহরের রামদাস ধনিরাম কানিপাড়া এলাকায় বজ্রপাতে এ ঘটনা ঘটে। নিহত কৃষক ওই এলাকার মৃত জহুর শেখের ছেলে।

নিহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল থেকে শহিদুর রহমান তার জমিতে সবজি চাষের জন্য সুজা মিয়াকে নিয়ে হালচাষ করছিলেন। দুপুরে হঠাৎ আকাশে মেঘ করে বজ্রসহ বৃষ্টিপাত হয়। সে সময় বজ্রপাতে জমিতে ঘাস পরিস্কার করতে থাকা কৃষক শহিদুর রহমানসহ তার ২টি ছাগল ও সুজা মিয়ার ১টি হালের গরু মারা যায়। নিহতের স্বজন ও স্থানীয়রা শহিদুর রহমানকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. মো. মেশকাতুল আবেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT