মোঃ ইবাদুর রহমান জাকির
শনিবার সকাল ১১:০৬, ১৩ মে, ২০২৩
আন্তর্জাতিক রবীন্দ্র চর্চা কেন্দ্রের উপদেষ্টা হয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ইন্টারভেনশনাল হেপাটলোজি ডিভিশনের ডিভিশন প্রধান ও সম্প্রীতি বাংলাদেশ এর সদস্য সচিব অধ্যাপক ডা: মামুন আল মাহতাব স্বপ্নীল।
শুক্রবার (১২ মে ২০২৩ইং) বিকেলে ডা: স্বপ্নীলের সাথে সৌজন্য সাক্ষাৎ করে ফুলেল শুভেচছা জামান আন্তর্জাতিক রবীন্দ্র চর্চা কেন্দ্রের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সিলেট মেট্রোপলিটন ল’কলেজের অধ্যক্ষ ড. এম শহীদুল ইসলাম এডভোকেট এর নেতৃত্বে সংগঠনের নেতৃবৃন্দ। আন্তর্জাতিক রবীন্দ্র চর্চা কেন্দ্রের কেন্দ্রীয় সভাপতি ড.অভিজিৎ রায় চৌধুরীর সাথে আলোচনা সাপেক্ষে তাঁকে কেন্দ্রীয় উপদেষ্টা হিসেবে ঘোষিত করা হয়।
সৌজন্য সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক রবীন্দ্র চর্চা কেন্দ্র সিলেট এর সভাপতি এডভোকেট মামুন হোসেন, সাধারণ সম্পাদক প্রভাষক রনদীপ চৌধুরী লিংকন, প্রভাষক মিন্টু চন্দ্র দাস ও অমিতাভ চক্রবর্ত্তী রনি।