হাদির ওপর আঘাত মানে দেশের সার্বভৌমত্বের ওপর আঘাত: ড. মারুফ
হোসাইন মোহাম্মদ দিদার
শনিবার রাত ১০:৫০, ১৩ ডিসেম্বর, ২০২৫
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ড. খন্দকার মারুফ হোসেন বলেছেন, হাদির ওপর আঘাত মানে দেশের সার্বভৌমত্বের ওপর আঘাত।আগামী জাতীয় সংসদ নির্বাচন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বেই অনুষ্ঠিত হবে৷
শনিবার(১৩ ডিসেম্বর)বিকালে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য প্রার্থী শরীফ ওসমান হাদির ওপর হামলা ও গুলিবষর্ণের প্রতিবাদে দাউদকান্দি পৌর ও উপজেলা বিএনপির আয়োজনে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে তারেক রহমানের সুদৃঢ় নেতৃত্বই আগামী দিনের মূল ভরসা। দীর্ঘদিন ধরে জনগণ একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের অপেক্ষায় রয়েছে। সেই প্রত্যাশা পূরণে বিএনপি ঐক্যবদ্ধভাবে প্রস্তুতি নিচ্ছে এবং তারেক রহমানের দিকনির্দেশনায় দল নির্বাচনমুখী কর্মসূচি বাস্তবায়ন করছে।
ড. মারুফ বলেন, বর্তমান রাজনৈতিক সংকট থেকে উত্তরণে একটি গ্রহণযোগ্য নির্বাচনই একমাত্র পথ। জনগণের সমর্থন নিয়ে বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করবে এবং জনগণের ভোটেই সরকার গঠন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
তিনি বলেন, দলের নেতাকর্মীদের ঐক্য ও শৃঙ্খলা বজায় রেখে মাঠে সক্রিয় থাকার আহ্বান জানানো হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, আগামী সংসদ নির্বাচন দেশের রাজনীতিতে একটি নতুন অধ্যায় সূচনা করবে।
সমাবেশ শেষে হাদির উপর গুলিবষর্ণ ও হামলার প্রতিবাদে একটি বিক্ষোভ মিছিল নিয়ে বিএনপির দলীয় কার্যালয়ে থেকে শুরু করে পৌর সদরের বিভিন্ন সড়ক পদক্ষিণ করে মিছিলটি পুনরায় বিএনপির কার্যালয়ে এসে শেষ হয়৷
পৌর বিএনপির সদস্য সচিব কাউছার আলম সরকারের সঞ্চলণায় ও আহবায়ক নূর মোহাম্মদ সেলিম সরকারের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন,উপজেলা বিএনপির আহবায়ক এমএ লতিফ ভূঁইয়া,উপজেলা বিএনপির সদস্য সচিব ভিপি জাহাঙ্গীর আলম ও উপজেলা বিএনপি যুগ্ন আহবায়ক এমএ ছাত্তার প্রমূখ৷
এ সময় দাউদকান্দি পৌর ও উপজেলা বিএনপি অঙ্গ–সহযোগী সংগঠনের বিভিন্ন ওয়ার্ডের নেতা–কর্মীরা উপস্থিত ছিলেন।


