সকালে অপহরন হওয়া হামীমকে দুপুরেই উদ্ধার করতে সক্ষম হলো মেঘনা থানার পুলিশ

উদ্ধারের পর পুলিশের কোলে অপহরন হয়ে যাওয়া শিশু হামীম
মেঘনা নিউজ ডেস্ক
শনিবার দুপুর ০৩:৫২, ১৯ আগস্ট, ২০১৭

উদ্ধারের পর পুলিশের কোলে অপহরন হয়ে যাওয়া শিশু হামীম
মেঘনা উপজেলার খিরাচক “মেঘনা মাইলস্টোন স্কুল” থেকে হামীম নামে এক শিশুকে আজ সকালে একটি চক্র অপহরণ করে নিয়ে যায়। হামীম নামের অপহৃত হওয়া শিশুটিকে মেঘনা থানা পুলিশ ফোর্স বাটেরচর এড়িয়া থেকে উদ্ধার করেছেন।
মেঘনা নিউজ এর পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ মেঘনা থানা পুলিশ প্রশাসনকে।
বিস্তারিত জানতে আমাদের অফিসিয়াল ফেসবুক গ্রুপে নজর রাখুন।