ঢাকা (রাত ১২:৪০) মঙ্গলবার, ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শিরোনাম

Join Bangladesh Navy


শিবচরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৭

মীর এম ইমরান,মাদারীপুর মীর এম ইমরান,মাদারীপুর Clock শুক্রবার ১২:৫০, ৩ সেপ্টেম্বর, ২০২১

মাদারীপুরের শিবচরের কুতুবপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে ৬জন আহত হয়েছেন। সংঘর্ষে গুরুতর আহত অবস্থায় ১জনকে ঢাকা মেডিকেলে প্রেরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে কুতুবপুরের রহমান আলী বেপারী কান্দি গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা মেডিকেলে প্রেরণ করা গুরুতর আহত নজরুল বেপারীর সাথে একই এলাকার কামরুল বেপারীর সাথে দীর্ঘদিন যাবৎ জায়গাজমি ও আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল।

বিরোধের জেরে বৃহস্পতি বিকেলে কুতুবপুর ইউনিয়নের রহমান আলী বেপারী কান্দি গ্রামে কামরুল বেপারীর সাথে নাজমুল বেপারীর তুচ্ছ ব্যাপার নিয়ে কথা কাটাকাটি হয় এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন লাঠি সোটা ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সংঘর্ষে গুরুতর আহত অবস্থায় নজরুল বেপারীকে ঢাকা মেডিকেলে প্রেরণ করা হয়। এছাড়া সংঘর্ষে কামরুল বেপারীর পক্ষের ২জন ও নজরুল বেপারীর পক্ষের ৪জন আহত হয়। সংঘর্ষের এক পর্যায়ে বাড়িঘর ঢুকে ভাঙচুর, লুটপাটের ঘটনা ঘটেছে বলেও জানান আহতদের পরিবার।

শিবচর থানা অফিসার ইনচার্জ মো: মিরাজ হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। উভয় পক্ষের লোকজন গুরুতর আহত হয়েছে। মামলা প্রক্রিয়াধীন।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT