ঢাকা (সকাল ৮:১৭) শনিবার, ৪ঠা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


লোহাগড়ায় ব্যবসায়ীদের সাথে আঃলীগের নবনির্বাচিত সম্পাদকের মতবিনিময়

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock মঙ্গলবার সকাল ১০:২৮, ২৯ অক্টোবর, ২০১৯

নড়াইল প্রতিনিধিঃ নির্বাচিত হয়েই ব্যবসায়ী ও সুধীজনের সাথে মতবিনিময় করলেন নড়াইলের লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের নবনির্বাচিত সাধারণ সম্পাদক আলহাজ্ব সৈয়দ মসিয়ূর রহমান। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সোমবার(২৮ অক্টোবর) সকাল ১০টায় জয়পুরস্থ দলীয় কার্যালয়ে বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। লোহাগড়া বাজার বণিক সমিতির সভাপতি এসএম শরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন নড়াইল জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক নাজমুল করিম বাবুু। বক্তব্যকালে নবনির্বাচিত সাধারণ সম্পাদক আলহাজ্ব সৈয়দ মসিয়ূর রহমান বলেন, প্রধানমন্ত্রীর স্বপ্ন দুর্নীতি,সন্ত্রাস,মাদক মুক্ত দেশ গড়ার। আমি দলের দায়িত্ব পেয়েছি। লোহাগড়াকে দুর্নীতি, সন্ত্রাস, মাদক মুক্ত করে প্রধানমন্ত্রীর স্বপ্নের বাস্তবায়ন করবো। নাজমুল করিম বাবু বক্তব্যে বলেন, এখন থেকে লোহাগড়াতে আওয়ামীলীগে কোন গ্রুপিং থাকবে না। সবাই একজোট হয়ে নৌকা প্রতীকের সমর্থনে কাজ করবে। চলমান শুদ্ধি অভিযানে অশুদ্ধ নেতা-কর্মীরা ভাল হয়ে যাবে।

এদিকে, নবনির্বাচিত সভাপতি, সম্পাদক সহ সহসভাপতি একেএম ফয়জুল হক রোম, মোঃ মতিয়ার রহমান, মোঃ আশরাফুল আলম আশরাফ এবং যুগ্ম সাধারণ সম্পাদক শেখ সিহানুক রহমান, শেখ সাজ্জাদ হোসেন মুন্না, লেঃ কমান্ডার(অবঃ) এএম আব্দুল্লাহ কে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় উপকমিটির সদস্য রাশেদুল বাশার ডলার, নড়াইল জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক নাজমুল করিম বাবু, লোহাগড়া উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লতিফা পারভীন লেবী, দিঘলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সরদার ওহিদুর রহমান সহ দলীয় নেতৃবৃন্দ। উল্লেখ্য, গত রবিবার লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT