ঢাকা (সকাল ১০:২৬) শনিবার, ২৮শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


লোহাগড়ায় গ্রীন ভয়েস এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি আগামীকাল

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock শুক্রবার রাত ০৯:০৯, ৬ সেপ্টেম্বর, ২০১৯

এসকে,এমডি ইকবাল হাসান, নড়াইল প্রতিনিধিঃ নড়াইলের লোহাগড়া উপজেলায় গ্রীন ভয়েস এর উদ্যোগে বৃক্ষরোপণ করা হবে। সূত্র জানায়, যুবরাই লড়বে সবুজ পৃথিবী গড়বে এই শ্লোগানকে সামনে রেখে পরিবেশবাদী যুব সংগঠন গ্রীণ ভয়েস সারাদেশব্যপী বৃক্ষরোপণ কর্মসূচি পালন করছে। গ্রীণ ভয়েস এর একদল যুবক তরুণ-তরুণী, বাংলাদেশকে সবুজায়নের প্রত্যয় নিয়ে সারা দেশব্যাপী এ কর্মসূচি পালন করছে। এরই ধারাবাহিকতায় সেপ্টেম্বর) শনিবার (৭সেপ্টেম্বর) গ্রীণ ভয়েস নড়াইলের লোহাগড়া শাখার পক্ষ থেকে লোহাগড়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষ রোপন কর্মসূচি পালন করা হবে। কর্মসূচির মধ্যে শনিবার সকাল ১০ টায় লক্ষ্মীপাশা আদর্শ বিদ্যালয় চত্বরে বিভিন্ন প্রকার ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপন করে কর্মসূচির উদ্ভোধন করা হবে। বৃক্ষরোপণ কর্মসূচির উদ্ভোধন করবেন বাংলাদেশের প্রথম পরিবেশবাদী যুব সংগঠন গ্রীন ভয়েস এর কেন্দ্রীয় কমিটির সদস্য এস,এ, সাইফুল্লাহ মামুন। চারা রোপন ও বিতরণকালে উপস্থিত থাকবেন লক্ষ্মীপাশা আদর্শ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ হাসানুজ্জামান, লোহাগড়া প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ইকবাল হাসান(শিমুল), সাংবাদিক সেলিম জাহাঙ্গীর, জহুরুল হক মিলু, শরিফুল ইসলাম সহ গ্রীণ ভয়েস লোহাগড়া থানা শাখার সদস্যবৃন্দ। পর্যায়ক্রমে লক্ষ্মীপাশা গার্লস স্কুল, মহিলা কলেজ, লোহাগড়া সরকারি কলেজ সহ মোট ১০ টি শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষের চারা রোপন করা হবে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT