ঢাকা (বিকাল ৩:০৬) সোমবার, ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

লোহাগড়ায় পুলিশ অভিযানে তিন ডাকাত গ্রেফতার

লোহাগড়া থানায় আয়োজিত প্রেস ব্রিফিং : পুলিশ অভিযানে গ্রেফতার তিন ডাকাত
লোহাগড়া থানায় আয়োজিত প্রেস ব্রিফিং : পুলিশ অভিযানে গ্রেফতার তিন ডাকাত

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock শনিবার সকাল ১১:৩৫, ৭ জানুয়ারী, ২০২৩

অভিযান চালিয়ে তিনজন ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ দোলন মিয়া শুক্রবার(৬ জানুয়ারি) বেলা ১১টায় লোহাগড়া থানায় আয়োজিত প্রেস ব্রিফিং এ বিষয়টি জানান।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে লোহাগড়া থানা পুলিশ গত বৃহস্পতিবার দিনে ও রাতে বাগেরহাটের কচুয়া থানায় অভিযান চালিয়ে গজালিয়া গ্রামের আহম্মদ শেখের ছেলে ডাকাতদলের সদস্য ফেরদৌস শেখ(৩৪), বাগেরহাট থানার খানপুর গ্রামের ইউনুস হালদারের ছেলে জিয়া হালদার(৪১) ও নড়াইলের লোহাগড়া থানার চরলংকারচর গ্রামের জলিল গাজীর ছেলে বাহার গাজী(২৩) কে গ্রেফতার করে।

লোহাগড়া থানার অফিসার ইনচার্জ মোঃ নাসির উদ্দীন জানান, লোহাগড়া থানার চরবকজুড়ি গ্রামের রজিবর রহমানের ছেলে নাহিদ আলমের বাড়িতে গত বছর ৫ আগষ্ট রাতে ডাকাতি সংঘটিত হয়।

দিনমজুর নামধারী ডাকাতরা রাতের খাবারের সাথে অচেতন করবার ওষুধ মিশিয়ে দিয়ে ওই বাড়ির সদস্যদের অজ্ঞান করে প্রায় সাড়ে ৪ লাখ টাকার স্বর্ণালংকার ও টাকা নিয়ে যায়। ওই ঘটনায় ভূক্তভোগী নাহিদ আলম লোহাগড়া থানায় মামলা (নং-৭, তারিখ-০৬/৮/২০২২) দায়ের করেন।

প্রেস ব্রিফিংকালে অতিরিক্ত পুলিশ সুপার মোঃ দোলন মিয়া আরো জানান, বাড়ির খাবার জানালার পাশে বা উন্মুক্ত স্থানে রাখা ঝুঁকিপূর্ণ। সকলকে সাবধানতা অবলম্বনের তাগিদ দেন তিনি।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT