ঢাকা (সন্ধ্যা ৬:৫৮) বুধবার, ৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

রাজগৌরীপুর আন্তঃব্যাচ ব্যাডমিন্টন টুর্নামেন্টে চ্যাম্পিয়ন মাইটি-১৭

ওবায়দুর রহমান ওবায়দুর রহমান Clock বুধবার দুপুর ০২:২৩, ৫ ফেব্রুয়ারী, ২০২৫

ময়মনসিংহের রাজগৌরীপুর আন্তঃব্যাচ ব্যাডমিন্টন টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে এসএসসি ব্যাচ মাইটি-২০১৭। টুর্নামেন্টে বিজিত দল এসএসসি ব্যাচ-২০২১। এসএসসি-২০১৩ ব্যাচের আয়োজনে এই টুর্নামেন্টে সিনিয়র ও জুনিয়র টীমে বিভক্ত এসএসসি ব্যাচ-১৯৯৬ থেকে এসএসসি ব্যাচ-২০২৪ পর্যন্ত ২০টি দল অংশ নেন।

ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে চ্যাম্পিয়ন দলের হাতে পুরস্কার তুলে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য ও গৌরীপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আহাম্মদ তায়েবুর রহমান হিরণ।

এ সময় তিনি বলেন, আন্তঃব্যাচ খেলার মাধ্যমে সিনিয়র-জুনিয়রদের মধ্যে একটি সেতুবন্ধন তৈরি হয় এবং সবার সাথে যোগাযোগ বৃদ্ধি হয়। এই সব খেলাধূলার মাধ্যমে দেশকে বিশে^র কাছে পরিচিত লাভ করানো যায়। আমরা চাই এই খেলাধূলার মাধ্যমে একটি বৈষম্যহীন রাষ্ট্র বিনির্মাণ করতে হবে।

মঙ্গলবার রাতে গৌরীপুর রাজেন্দ্র কিশোর সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে জুনিয়র টীমের এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এম. সাজ্জাদুল হাসান।

গৌরীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ মোঃ বিপ্লবের সঞ্চালনায় পুরস্কার বিতরণীতে বক্তব্য রাখেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য সুজিত কুমার দাস, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মোঃ শাহজাহান সিরাজ, গৌরীপুর পৌরসভার সাবেক কাউন্সিলর জিয়াউর রহমান জিয়া প্রমুখ।

ফাইনাল খেলায় প্রধান রেফারির দায়িত্ব পালন করেন হাক্কেল মুন্সি।

খেলায় ম্যান অব দ্যা টুর্নামেন্ট হয়েছেন মাইটি-১৭ ব্যাচের মাসুদ ও ম্যান অব দ্যা ম্যাচ হয়েছেন মাইটি-১৭ ব্যাচের পিয়াস।

 

আয়োজক এসএসসি-২০১৩ ব্যাচের ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর আলম শান্ত জানান- সকল ব্যাচের ভাইদের একত্রিত করার উদ্দেশ্যেই এ খেলার আয়োজন। এসএসসি-৯৬ থেকে এসএসসি-২৪ ব্যাচ পর্যন্ত সকল ব্যাচ এতে অংশগ্রহণ করেন। সিনিয়র ও জুনিয়র দুইটি ক্যাটাগরিতে খেলা অনুষ্ঠিত হয়েছে। জুনিয়র গ্রুপের ফাইনাল খেলায় এসএসসি-২০১৭ ব্যাচের মাইটি-১৭ চ্যাম্পিয়ন হয়েছে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT