ঢাকা (রাত ১১:১৭) সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শিরোনাম

Join Bangladesh Navy


যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে গৌরীপুরে বিনামূল্যে ফ্রি মেডিকেল ক্যাম্প

ওবায়দুর রহমান ওবায়দুর রহমান Clock রবিবার দুপুর ০৩:৪৯, ২৭ অক্টোবর, ২০২৪

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহের গৌরীপুরে কেককাটা, ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়েছে।

রোববার গৌরীপুর পৌর শহরের উত্তর বাজার ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম আলম পাপ্পু’র উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।

দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পে সহস্রাধিক দরিদ্র রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও দুই হাজার মানুষের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।

 

ডা. ইনাম এইচ ফরহাদ বলেন, আমরা ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে সহস্রাধিক রোগীকে চিকিৎসা সেবা দিয়েছি। এছাড়া বিনামূল্যে রোগীদের ডায়বেটিস পরীক্ষা ও সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের রক্তের গ্রæপ নির্ণয় করা হয়েছে।

 

জাহাঙ্গীর হোসেন পাপ্পু বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে যুবদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে আজকে ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করা হয়েছে। আওয়ামী দুঃশাসনের কারণে আমরা বিগত সময়ে সাধারণ মানুষের পাশে থেকে সেবমূলক কাজ করতে পারিনি। আজকে দরিদ্র রোগীরা এখানে বিনামূল্যে চিকিৎসা পেয়ে অনেক খুশি হয়েছে। আমরা এই কর্মসূচি যেন মাসে অন্তত একবার করতে পারি এই পরিকল্পনা করছি।

এর আগে যুবদল নেতা পাপ্পুর নেতৃত্বে কেক কেটে দলীয় নেতা-কর্মীরা যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করে। কর্মসূচিতে অংশ নেন উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আবিদ হাসান রাহাত, মনোয়ার জাহান সফল, বাবুল হোসেন মেম্বার, আনোয়ার হোসেন, মজিবুর রহমান, হান্নান তালুকদার, আতাউর রহমান, তোফাজ্জল হোসেন, শিপন মিয়া, পিপলু, বাদল, শরিফ, শাখাওয়াত হোসেন, মতিন শাহ, জহিরুল ইসলাম, আল আমিন, জুয়েল, তন্ময়, রাসেল প্রমুখ।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT