ঢাকা (দুপুর ১২:২৪) রবিবার, ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

মৌলভীবাজারে খেলাফত মজলিসের উলামা-মাশায়েখ ও সুধী সমাবেশ অনুষ্ঠিত

মৌলভীবাজারে খেলাফত মজলিসের উলামা-মাশায়েখ ও সুধী সমাবেশ অনুষ্ঠিত

মোঃইবাদুর রহমান জাকির, মৌলভীবাজার মোঃইবাদুর রহমান জাকির, মৌলভীবাজার Clock রবিবার সকাল ১০:৩৪, ২৫ ডিসেম্বর, ২০২২

সংকট উত্তরণে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে – শায়খুল হাদীস অধ্যাপক  যুবায়ের আহমদ চৌধুরী

জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় দল নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করতে হবে – ড. আহমদ আবদুল কাদের

খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমীর শায়খুল হাদীস অধ্যাপক যুবায়ের আহমদ চৌধুরী  বলেছেন, জিনিসপত্রের অস্বাভাবিক মূল্যবৃদ্ধিসহ দেশে নানমুখী সংকট চলছে। বহু আলেম জেলখানায়। জনগণের জান মালের নিরাপত্তা নেই। এসব সংকট উত্তরণে দ্বীন- ইসলাম প্রতিষ্ঠা করতে হবে। ইসলামই হচ্ছে শান্তির একমাত্র পথ। দ্বীন প্রতিষ্ঠার জন্য হিম্মতের সহিত ময়দানে কাজ করতে হবে।

খেলাফত মজলিস মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে আয়োজিত উলামা-মাশায়েখ ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মৌলভীবাজারে খেলাফত মজলিসের উলামা-মাশায়েখ ও সুধী সমাবেশ অনুষ্ঠিত২৪ ডিসেম্বর শনিবার বার বিকেলে এম.সাইফুর রহমান অডিটোরিয়াম মৌলভীবাজারে কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও মৌলভীবাজার জেলা  সভাপতি প্রিন্সিপাল  মাওলানা আহমদ বিলাল’র সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে  প্রধান বক্তা  সংগঠনের মহাসচিব অধ্যাপক ড. আহমদ আবদুল কাদের বলেন, দেশ আজ গভীর সংকটের মুখোমুখি।

আওয়ামীলীগ তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার আন্দোলন করে ক্ষমতায় গিয়ে নিজেরাই তা বাতিল করেছে। এখন জনগণ ভোটের অধিকারটুকুও হারিয়ে ফেলেছে। এমতাবস্থায় জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা করতে হলে নির্বাচনকালীন দল নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করতে হবে। আর খেলাফত মজলিস ৩৩ বছর ধরে মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে কাজ করে যাচ্ছে। খেলাফত রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার গুরুত্ব জনগণের কাছে পৌঁছে দিতে নিরলস কাজ করছে এই সংগঠনের নেতা-কর্মীরা।

জেলা সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল খালিক, সহ-সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা মাহফুজুল ইসলাম ও জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা জিয়া উদ্দীন ইউসুফের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের পরিবেশ বিষয়ক সম্পাদক অধ্যক্ষ শামসুজ্জামান চৌধুরী, আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমীর, বরুণা মাদরাসার সদরে মুহতামিম মাওলানা সাঈদুর রহমান বর্ণভী, আঞ্জুমানে হেফাজতে ইসলামের মহাসচিব অধ্যাপক মাওলানা আব্দুস সবুর, খেলাফত মজলিসের হবিগঞ্জ জেলা সভাপতি মাওলানা হুসাইন নুরী চৌধুরী।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কালিয়ারগাও মাদরাসার শায়খুল হাদীস হুসাইন আহমদ,বছিরমহল মাদরাসার মুহতামিম মাওলানা আব্দুস সালাম তালুকদার, জেলা সহ-সভাপতি সৈয়দ মুজাদ্দিদ আলী, হাফিজ জয়নাল আবেদীন, শায়খুল হাদীস ফখরুল ইসলাম নুমানী, মাওলানা কাজী এনামুল হক, মাওলানা শায়খ নুরুল মুত্তাকিন জুনাইদ, ছাত্র মজলিসের মৌলভীবাজার শহর সভাপতি আশরাফ উদ্দিন শফি ও মৌলভীবাজার জেলা সভাপতি আনিসুল ইসলাম প্রমুখ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশর যুগ্ম-মহাসচিব মাওলানা সা’দ আহমদ আমীন বর্ণভী, লন্ডন মহানগর খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক  মাওলানা আনিসুর রহমান, হবিগঞ্জ জেলা খেলাফত মজলিসের সহ-সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল কাইয়ুম জাকি প্রমুখ।

সমাবেশে একঝাঁক তরুণ উলামায়ে কেরাম খেলাফত মজলিসে যোগদান করেন।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT