মাদারীপুরে জেলা আওয়ামী লীগ, জেলা পরিষদ, জেলা প্রশাসন, জেলা পুলিশসহ নানা সংগঠনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
মাদারীপুর জেলা পরিষদের উদ্যোগে জাতিজনক বঙ্গবন্ধুর ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ৪৬ জন মাদ্রাসার কৃতি শিক্ষার্থীকে কোরআন শরীফ ও ৩০০ অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন জেলা পরিষদের চেয়ারম্যান মুনীর চৌধুরী।
এছাড়াও জেলা পরিষদ চত্বরে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপন করা হয়েছে।
এর আগে সকালে মাদারীপুর জেলা পরিষদের উদ্যোগে জেলা পরিষদ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যরা।
বিকেল ৪ টার সময় মাদারীপুর জেলা পরিষদের মিলনায়তনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্য দোয়া মাহফিল ও পবিত্র কুরআন শরীফ বিতরণ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক নৌ পরিবহন মন্ত্রী জনাব শাজাহান খান -এমপি, সভাপতি-মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের সম্পর্কিত স্থায়ী কমিটির ও সভাপতি মন্ডলীর সদস্য- বাংলাদেশ আওয়ামীলীগ,মাদারীপুর জেলা পরিষদের চেয়ারম্যান জনাব মুনির চৌধুরী, জেলা পরিষদের সদস্য মান্নান লষ্কর, আব্দুল্লাহ আল মামুন, শাহরিয়ার হোসেন রানা খান, আয়েশা সিদ্দিকা মুন্নী, নূরজাহান পারুলসহ অন্যান্যরা।