ঢাকা (সকাল ৯:৫৮) শুক্রবার, ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


গৌরীপুরে রেলওয়ের জমি থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ

ওবায়দুর রহমান ওবায়দুর রহমান Clock বৃহস্পতিবার সন্ধ্যা ০৬:৪৮, ২৬ ডিসেম্বর, ২০২৪

ময়মনসিংহের গৌরীপুরে রেলওয়ের জমি থেকে অবৈধ স্থাপনা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার বিকালে গৌরীপুর রেলওয়ে স্টেশন এলাকায় অভিযান পরিচালনা করে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভ‚মি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুনন্দা সরকার প্রমা।

 

স্থানীয় বাসিন্দারা জানান, প্রায় চার দিন আগে গৌরীপুর রেলওয়ে জংশন স্টেশন সংলগ্ন এলাকায় রেলওয়ের প্রায় দশ শতাংশ জমি দখল করে টিনশেড স্থাপনার দোকান ঘর নির্র্মাণ করছিল প্রভাবশালীরা। খবর পেয়ে বৃহস্পতিবার বিকালে ওই এলাকায় অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুনন্দা সরকার প্রমা। এসময় টিনশেড দোকান ভেঙে রেলওয়ের জায়গা দখল মুক্ত করা হয়।

গৌরীপুর পৌর ভ‚মি সহকারি মোঃ হেদায়ত উল্লাহ বলেন, গৌরীপুর রেলওয়ের জায়গায় অবৈধ স্থাপনা নির্মাণ করে দোকান ঘর ভাড়া দেয়ার পাঁয়তারা করেছিল। পরে প্রশাসনকে অবহিত করলে সরেজমিনে এসে অবৈধ স্থাপনার প্রমাণ পাওয়া যায়।

 

গৌরীপুর রেলওয়ে স্টেশন মাস্টার সফিকুল ইসলাম বলেন, প্রভাবশালীরা রেলওয়ের কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই রেলওয়ের জমি দখল করে স্থাপনা তৈরি করছিল। আজকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। রেলওয়ে স্টেশন সংলগ্ন যেসকল অবৈধ স্থাপনা রেলওয়ের জায়গায় রয়েছে তাদেরকে সরে যেতে নোটিশ দেয়া হবে।

 

উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুনন্দা সরকার প্রমা বলেন, ভ্রাম্যামাণ আদালত পরিচালনা করে রেলওয়ের জমি দখল মুক্ত ও অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। উচ্ছেদ হওয়া মালামাল রেলওয়ে স্টেশন কর্তৃপক্ষের কাছে বুঝিয়ে দেয়া হবে। অবৈধ দখলদারদের বিরুদ্ধে এই ধরণের অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT