ঢাকা (রাত ৪:০০) শুক্রবার, ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


তরুণী চিকিৎসককে ধর্ষণের পর খুন

ফের প্রতিবাদে সরব হচ্ছে কলকাতা

মেঘনা নিউজ ডেস্ক মেঘনা নিউজ ডেস্ক Clock বৃহস্পতিবার দুপুর ০২:৩৯, ২৬ ডিসেম্বর, ২০২৪

আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে পড়ুয়া-চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনাকে কেন্দ্র করে আরও একবার প্রতিবাদে সরব হচ্ছে কলকাতা।

ঘটনার পর চার মাস কেটে গেলেও বিচারাধীন এই মামলার অগ্রগতি এবং কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ভূমিকায় সন্তুষ্ট নন নিহত চিকিৎসকের পরিবার এবং চিকিৎসকদের একাংশ।

এদিকে সিবিআই চার্জশিট দিতে না পারায় এই মামলায় গ্রেফতার হওয়া আরজি কর হাসপাতালের সাবেক অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার সাবেক ওসি অভিজিৎ মণ্ডলের জামিন মঞ্জুর হয়েছে, যা কেন্দ্র করে ক্ষোভ তৈরি হয়েছে। সে কারণেই এই প্রতিবাদ কর্মসূচি।

বিবিসি জানাচ্ছে, ধর্নার অনুমতি চেয়ে আগেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল আন্দোলনে সামিল চিকিৎসকদের সংগঠন।

আদালতের নির্ধারিত নির্দেশ মেনেই প্রতিবাদে ধর্মতলার ডোরিনা ক্রসিংয়ে ধর্নায় বসেছে জয়েন্ট প্লাটফর্ম অফ ডক্টরস অ্যাসোসিয়েশন এবং নিহত চিকিৎসকের পরিবার। পাশাপাশি সাধারণ মানুষওকেও যোগ দিতে দেখা গেছে সেখানে।

ধর্নার সময়সীমা বাড়ানোর জন্য আবারও আদালতের দ্বারস্থ হবেন বলে জানিয়েছেন আন্দোলনে সামিল চিকিৎসকদের সংগঠন।

গত ৯ আগস্ট আরজি কর হাসপাতালে কর্মরত ওই পড়ুয়া চিকিৎসককে ধর্ষণ ও খুন করা হয় বলে অভিযোগ- যার বিচার চেয়ে তীব্র প্রতিবাদ দেখা গিয়েছিল কলকাতাসহ গোটা রাজ্যে।

ক্রমে প্রতিবাদের ঢেউ ছড়িয়ে পড়তে দেখা যায় ভারতের সীমানা ছাড়িয়েও।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT