ঢাকা (রাত ২:২৮) সোমবার, ২০শে মে, ২০২৪ ইং
শিরোনাম
Meghna News দাউদকান্দিতে অগ্রজের মৃত্যু শোকে অনুজের মৃত্যু, বোনের হার্ট ফেইল Meghna News টানা দরপতনে পতনে বাজার ছাড়ছেন বিনিয়োগকারীরা Meghna News বাংলাদেশী পঞ্চম এভারেস্ট জয়ী বাবর আলী Meghna News ২০৩০ সালে ঢাকা হবে দাবদাহে শীর্ষ ১০ নগরীর একটি! Meghna News চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা কেড়ে নিলো ৪ জনের প্রাণ Meghna News শিয়া (ইয়েমেন) ও সুন্নির (হামাস) মধ্যে কার্যকর ঐক্য মুসলিম ঐক্যের প্রতীক Meghna News প্রচণ্ড যুদ্ধ চলছে রাফাহসহ সমগ্র গাজায় Meghna News হোয়াটসঅ্যাপে ইন্টারনেট ছাড়াই পাঠানো যাবে ছবি-ভিডিও-ডকুমেন্ট Meghna News সুধা রানীর হাদিসের প্রভাষক পদে উত্তীর্ণ হওয়া নিয়ে তোলপাড়, দায় কার? Meghna News প্রধানমন্ত্রীর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে দাউদকান্দিতে আলোচনা সভা ও র‍্যালী

ময়মনসিংহ-৩ : পাঁচ কেন্দ্রের ভোট পুনর্গণনার দাবি স্বতন্ত্র প্রার্থীর



কেন্দ্রে ঢুকে ব্যালট বাক্স ছিনতাই ও হামলার অভিযোগে বাতিল করা হয়েছে ময়মনসিংহ-৩ আসনের গৌরীপুর উপজেলার সহনাটি ইউনিয়নের ভালুকাপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রের ফলাফল। এ ঘটনার পর গতকাল রবিবার রাতেই সংবাদ সম্মেলন করে পাঁচটি কেন্দ্রের ভোট পুনর্গণনার দাবি জানিয়েছেন ওই আসনের স্বতন্ত্র প্রার্থী সোমনাথ সাহা।

 

খোঁজ নিয়ে জানা গেছে, এই আসনে মোট নয়জন প্রার্থী প্রতিদ্ব›িদ্বতা করছেন। এর মধ্যে মাঠে ছিলেন নৌকা ও স্বতন্ত্রের দুইজন প্রার্থী।

নির্বাচনে নৌকার প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি নিলুফার আনজুম পপি ও সাধারণ সম্পাদক সোমনাথ সাহার (স্বতন্ত্র প্রার্থী) মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়। নির্বাচনে ৯২টি ভোট কেন্দ্রের মধ্যে ৯১ কেন্দ্রের ভোটের হিসাবে সোমনাথ সাহা থেকে ৯৮৫ ভোট পেয়ে এগিয়ে ছিলেন পপি। ৯১টি কেন্দ্রে নৌকার প্রার্থী পপি পেয়েছেন ৫৩ হাজার ১৯৬ ও স্বতন্ত্র প্রার্থী পান ৫২ হাজার ২২১ ভোট।

স্বতন্ত্র প্রার্থী সোমনাথ সাহা অভিযোগ করেন, সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হলে সুষ্ঠুভাবেই সবকিছু চলছিল। কিন্তু বেলা ১১টার পর ওই কেন্দ্র দখলে নেন স্থানীয় ইউপি চেয়ারম্যান সালাহ উদ্দিন রুবেল। এরপর আইনশৃঙ্খলা বাহিনীর সামনে তাঁর সমর্থকরা ব্যালট পেপারে নৌকার সিল মারতে থাকে। এক পর্যায়ে তাঁরা ব্যালট বাক্স ছিনিয়ে নেন। এ সময় এজেন্টরা বাধা দিলে তাঁদের মারধর করা হয়।

সংবাদ সম্মেলন করে ট্রাক প্রতীকের এই প্রার্থী বলেন, গৌরীপুরে শাহগঞ্জ উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ, ছিলিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাওহা নয়ানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভূটিয়ারকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও রউজ বিদ্যানিকেতন কেন্দ্রের ভোট পুনর্গণনার জন্য সহকারী রিটার্নিং অফিসারের কাছে আবেদন করেছি। এসব কেন্দ্রে জোরপূর্বক ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে সিলমারা হয়েছে বলে দাবি করেন তিনি।

এ বিষয়ে সহকারী রিটার্নিং অফিসার ও ইউএনও মোহাম্মদ নাহিদুল করিম সাংবাদিকদের জানিয়েছেন, ভালুকাপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ব্যালট বাক্স ছিনতাইয়ের ঘটনা ছাড়াও বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটেছে। সে কারণে এই কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।

শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর




© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT