ঢাকা (রাত ৪:১৫) সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


ভোলায় নিখোঁজ হাফেজের সন্ধানে এলাকাবাসীর মানববন্ধন

কামরুজ্জামান শাহীন,ভোলা কামরুজ্জামান শাহীন,ভোলা Clock শনিবার রাত ০২:০৭, ৯ জুলাই, ২০২২

ভোলার দৌলতখানে নিখোঁজ হাফেজ ইকবাল’র সন্ধানের দাবীতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। শুক্রবার (৮ জুলাই) বাদ জুম্মা দৌলতখান উপজেলা বাংলাবাজার আঞ্চলিক মহাসড়কের শুকদেব স্কুল মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয় ।

নিখোঁজ হাফেজ ইকবাল দৌলতখান পৌরসভার ২ নং ওয়ার্ডের হাফেজ আব্দুর হামিদের ছেলে।

মানববন্ধনে বাংলাবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মীর মোহাম্মদ গিয়াসউদ্দিন বলেন, ৪ দিন অতিবাহিত হলেও দৌলতখান পুলিশের পক্ষ থেকে এখন পর্যন্ত নিখোঁজ হাফেজ ইকবালের কোন সন্ধান দিতে পারেনি।

হাফেজ ইকবাল নিখোঁজ হোক, বা আত্মগোপন হোক কিংবা গুম, খুন যাই হোক না কেন বর্তমান প্রযুক্তিতে তার ব্যবহৃত মোবাইল নাম্বারটি ট্রাকিং করে দ্রুত তার নিখোঁজের আসল রহস্য উদঘাটন করা সম্ভব।

তাই তিনি হাফেজ ইকবালকে দ্রুত উদ্ধার করে তার পরিবারের কাছে ফিরিয়ে দেয়ার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছেন।

উল্লেখ্য-গত ৫ জুলাই মঙ্গলবার দৌলতখান বাজারে গরু ক্রয় করতে গিয়ে নিখোঁজ হন হাফেজ ইকবাল। এ ব্যাপারে তার বাবা হাফেজ আব্দুল হামিদ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোজাঁখুজি করে না পেয়ে, দৌলতখান থানায় গত ৬ জুলাই একটি সাধারণ ডায়রি করেন–যার নং ২৪০।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT