ঢাকা (ভোর ৫:৩২) রবিবার, ২৩শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

বিসিডিএস কদমতলী থানা উপশাখা কর্তৃক বনভোজন ও মিলনমেলা আয়োজিত

ঢাকা জেলা ২১২৯ বার পঠিত

মোঃ কামরুজ্জামান মোঃ কামরুজ্জামান Clock সোমবার দুপুর ০১:০১, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫

বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির কদমতলী থানা উপশাখা কর্তৃক আয়োজিত বনভোজন ও মিলন মেলা-২০২৫ আয়োজিত হয়েছে গত ১৬ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে।

ফার্মাসিস্ট মোঃ ওয়াসিম খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রিত করা হয় বিএনপি’র কেন্দ্রীয় কমিটির যুবদলের সিনিয়র সহ-সভাপতি রেজাউল করিম (পল) কে।

মিলন মেলায় প্রধান আলোচক হিসেবে আমন্ত্রিত ছিলেন মোহাম্মদ কামাল হোসেন। আমন্ত্রিত অতিথি হিসেবে ছিলেন শিক্ষানুরাগী, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক এম মাহমুদুল হাসান ভূঁইয়া এবং সঞ্চালনার দায়িত্বে ছিলেন কদমতলী থানা বিসিডিএস প্রস্তাবিত কমিটির সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ আনোয়ার হোসেন এবং আলহাজ্ব মোঃ শুকুর মিয়া, সদস্য, ৬১ নং ওয়ার্ড যুবদলের সদস্য সচিব।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে ছিলেন ব্যবসায়ী, সমাজ সেবক ও গুণীজনরা। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাসেল, মোঃ বজলুর রহমান, মোঃ আলমগীর হোসেন, জাকির হোসেন, শাহ আলম, আলী আকবর ভূঁইয়া, মনির হোসেন, স্বপন মিয়া, নজরুল ইসলাম, রাজীব হোসেন, রাজন, মাকসুদ আলম ও শিহাবসহ অন্যান্যরা।

এ সময় কেমিস্টস্ ও ড্রাগিস্টস্ দের কাজের তাৎপর্য সম্পর্কে বর্ণনা করা হয় এবং ভবিষ্যতে এ পেশাকে ত্বরান্বিত করার লক্ষ্যে সকলে ফার্মাসিস্ট মোঃ ওয়াসিম খানের নেতৃত্ব প্রস্তাবনা করেন।

এ সময় তারা এ পেশার বাধ্যবাধকতা গুলো উপস্থাপন করে খুব তাড়াতাড়ি প্রস্তাবিত কমিটি গঠন করার লক্ষ্যে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন এবং এলাকাবাসী সহ সকলের সহযোগিতা কামনা করেন। সবাইকে একতাবদ্ধ ভাবে কাজ করার আহ্বান জানান।

পরে মেলায় আগত অতিথিদের কাছে থাকা র‍্যাফেল ড্র এর মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT