বিশ্বকাপ উন্মাদনা, আর্জেন্টিনার পতাকা টাঙাতে গিয়ে মৃত্যু তন্ময়ের
নিজস্ব প্রতিনিধি বুধবার রাত ০৯:১১, ১৬ নভেম্বর, ২০২২
টাঙ্গাইলের সখীপুরে আর্জেন্টিনার পতাকা টাঙাতে গিয়ে তানভীর হাসান তন্ময় নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার সন্ধ্যা ৬টার দিকে পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে।
তন্ময় জার্মানপ্রবাসী সোহেল রানার ছেলে এবং সখীপুর পিএম পাইলট গভ. স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির শিক্ষার্থী। তন্ময়ের পরিবারের সদস্যরা এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শী ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, বুধবার সন্ধ্যায় তন্ময় ভাই ভাই সিনেমা হল এলাকায় তালুকদার ভিলা নামের চতুর্থ তলা ভবনের ছাদে বাঁশের সঙ্গে আর্জেন্টিনার পতাকা টাঙাতে যায়। এ সময় বাঁশটি বিদ্যুতের তার স্পর্শ করে। এতে তন্ময় বিদ্যুতায়িত হয়। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আয়েশা এ তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে আজ বাংলাদেশ সময় রাত ৯টা ৩০ মিনিটে আবুধাবির মোহাম্মদ বিন জায়েদ স্টেডিয়ামে আবর আমিরাতের মুখোমুখি হবে লিওনেল মেসির দল। ম্যাচটা নিয়ে দর্শকদের আগ্রহের পারদ আকাশ ছুঁয়েছে রীতিমতো। বিক্রি শুরুর ২৪ ঘণ্টার মধ্যে শেষ হয়ে গেছে সব টিকিট।