ঢাকা (রাত ১১:১১) রবিবার, ২৯শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শিরোনাম

Join Bangladesh Navy


বান্দরবানে এমএন লারমা সংস্কার এর ১ চাঁদা কালেক্ট্রর ও এক সহযোগীতা গ্রেপ্তার

মোঃ কামরুজ্জামান মোঃ কামরুজ্জামান Clock সোমবার ১২:০০, ৬ জুলাই, ২০২০

সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যাঁ, বান্দরবান প্রতিনিধিঃ বান্দরবানের পাহাড়ের আঞ্চলিক সংগঠন এর এমএন লারমা (সংস্কার) গ্রুপের নাম ভাঙ্গিয়ে এক আম ব্যবসায়ীর কাছ থেকে ১৫ হাজার টাকা চাঁদা আদায় করার সময় এক কালেক্টরসহ দুজনকে আটক করেছে যৌথবাহিনী। এসময় তাদের কাছ থাকা একটি মোটর সাইকেলও জব্দ করা হয়। আটক দু’জন হল কালাঘাটা এলাকার গুনধর ত্রিপুরার ছেলে ওয়াসিম ত্রিপুরা (২২) ও মধ্যম পাড়ার চয়হ্লা প্রু মারমার ছেলে অংথোয়াই চিং মারমা (৩২)। আজ রবিবার (৫জুলাই) সকালে বান্দরবান বাজারের বনফুল গলি থেকে তাদের আটক করা হয়। আম ব্যবসায়ী জানান, সে থানচি সড়কের বিভিন্ন এলাকার বাগান থেকে আম সংগ্রহ করে চট্টগ্রামের বিভিন্ন স্থানে বিক্রি করে। কিন্তুু কয়েক দিন ধরে ওয়াসিম ত্রিপুরা মুঠোফোনে তার কাছ থেকে চাঁদা দাবি করে আসছিল। রবিবার সকালে দাবিকৃত চাঁদা আদায় করতে শহরের বনফুলের সামনে আসলে সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে তাদের আটক করে। এসময় একটি টিভিএস মোটর সাইকেল নং বান্দরবান হ-১১-১৭০১ জব্দ করা হয়। পরে তাদের মোটর সাইকেলসহ পুলিশ থানায় নিয়ে যায়। এদিকে অংথোয়াই চিং মারমার সহধর্মীনি বলেন, আমার স্বামী চাঁদাবাজ নয়। সে তার বন্ধুকে বাজারে নামিয়ে দেয়ার জন্য এসে ফেঁসে গেছে। তিনি বলেন, আমার স্বামী বান্দরবানের ফুটবল খেলোয়ার হিসেবে সুপরিচিত। এ বিষয়ে বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শহিদুল ইসলাম বলেন, চাঁদা আদায় করতে আসলে চাঁদা নেয়ার সময় তাদের হাতে নাতে দুজনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন আছে। মোটর সাইকেলটিও জব্দ দেখানো হয়েছে বলে তিনি জানান।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT