বাঙ্গরা বাজার থানা পুলিশ কর্তৃক ১০ কেজি গাঁজা এবং গাঁজা বহনকারী একটি প্রাইভেট কার সহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে

Alauddin Islam
শনিবার বিকেল ০৪:১৬, ২৪ জুন, ২০১৭
বাঙ্গরা বাজার থানা পুলিশ কর্তৃক ১০ কেজি গাঁজা এবং গাঁজা বহনকারী একটি প্রাইভেট কার সহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে-
জনাব মোঃ মনোয়ার হোসেন চৌধুরী, অফিসার ইনচার্জ, বাঙ্গরা বাজার থানা, কুমিল্লা সাহেব এর নেতৃত্বে এস.আই/মোঃ আজিজুর রহমান সঙ্গীয় কং/১০১৫ আবুল কালাম, কং/১২৯২ আবদুল্লাহ, কং/৫৯৬ জামাল উদ্দিন সহ বাঙ্গরাবাজার থানার জিডি নং-৪৮১, তারিখ- ২২/০৬/২০১৭ ইং মূলে থানা এলাকায় রাত্রীকালীন রণপাহারা ডিউটি করাকালে গোপন সংবাদের ভিত্তিতে বাঙ্গরাবাজার থানাধীন মেটংঘর টু শ্রীকাইল পাকা সড়কে ঘোড়াশাল সাকিনস্থ জনৈক হানিফ পুলিশ এর বসত বাড়ীর উত্তর পার্শ্বে পাকা রাস্তার উপর চেকপোষ্ট করিয়া ইংরেজী ২২/০৬/২০১৭ ইং তারিখ রাত ২১.০৫ ঘটিকার সময় মাদক ব্যবসায়ী মোঃ জামাল হোসেন প্রকাশ লেংরা জামাল (৪৫) পিতা- মৃত জহুর আলী, সাং- ছোট গদাইরচর, গাংপাড়, থানা-মাধবদী, জেলা-নরসিংদীকে গ্রেফতার করতঃ স্বাক্ষীদের উপস্থিতিতে তাহার প্রাইভেটকার তল্লাশি করিয়া প্রাইভেটকারের ভিতর ১০ কেজি গাঁজা পাইয়া জব্দ তালিকা মূলে জব্দ করেন। উল্লেখিত আসামী নরসিংদী জেলার মাধবদী থানার একাধিক মাদক মামলার আসামী। বর্নিত ঘটনায় বাঙ্গরাবাজার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হইয়াছে। আসামীকে যথানিয়মে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইবে।